নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ আল ফুয়াদ

পড়ি জাহাঙ্গীরনগরের রসায়ন বিভাগে। অসম্ভব সপ্নবাজ আমি। কোন এক মনিষী বলেছিলেন যে,'ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ যা দেখে তা সপ্ন নয়,সপ্ন হচ্ছে তাই যা পূরনের তাড়না মানুষকে ঘুমোতে দেয় না'। এই কথার সাথে আমি একমত হলেও সপ্ন দেখতে দেখতে আমি ঘুমিয়ে পরি। সপ্ন পূরনের কোন তাড়না অনুভব করি না।........আমি নিজেই বিভ্রান্ত আমার শখের ব্যাপারগুলো নিয়ে। আমি বুঝতে পারিনা আসলে কি করলে আমার মনটা বিশেষ প্রশান্তি পাবে। যদিও আমার মন সবসময় প্রশান্তির এভারেষ্টে চড়ে থাকে। তবে মাঝে মাঝে লেখালেখি করি,ছবি আঁকি,একা থাকলে গান গাই। তবে কেন জানি লেখালেখি করতে আমার বেশি ভাল লাগে। তবে এই ভাললাগার অন্যতম কারন হচ্ছে অনেক দেরিতে হলেও আমি আমার একটা ভাললাগার জায়গা খুজে পেয়েছি। অনেক আগে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। কারন আমার ধৈর্য শিশুদের প্রকৃতির ডাকে সারা দেয়ার মত। মানে শিশুদের যেমন প্রকৃতি ডাক দিলে সামান্যতম অপেক্ষা না করেই বাবা-মা এর কোল হোক আর প্রেসিডেন্ট এর কোল হোক প্রকৃতির ডাকে সাথে সাথে সারা দেয় সেরকম। ধৈর্য্যের অভাবে এখন মূলত ছোটগল্প লিখি। তবে কতটা মানসম্মত লিখি সেটা জানিনা আর কাউকে বিচার করতেও বলি না। কারন এই কাজটা করে আমি আনন্দ পাই কাউকে আনন্দ দেয়ার জন্য লিখি না। তবে কারো যদি লেখা ভাল লাগে সেটা আমার জন্য বোনাস স্বরুপ।.

আব্দুল্লাহ আল ফুয়াদ › বিস্তারিত পোস্টঃ

সুখের খোঁজ

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:২৯

মাঝে মাঝে মনে হয় গলির মোড়ে
চায়ের দোকানে সরাদিন হইহুল্লোড় করে
কাটিয়ে দেয়া ছেলেটা সবচেয়ে
সুখী__অথবা,বড় কোন শপিংমলের সামনে
দাড়ানো ধূসর রংয়ের প্রাইভেট কার
থেকে নামা কোন সুন্দরীকে দেখে
মনে হয় এই বুঝি পৃথিবীতে সবচেয়ে সুখী
_কিংবা,এইমাত্র যাত্রী নামিয়ে দেয়া
ঘামে ভেজা ক্লান্ত কোন
রিক্সাওয়ালার নিশ্চিন্ত মনে বিড়ি টানা
দেখে মনে হয়, নাহ! এইই হল পৃথিবীতে
সবচেয়ে সুখী_এরপর-কোন একদিন;কোন
মন্দিরে,মাজারে অথবা কোন প্রার্থনালয়
দেখা যায় উপরের তিনজনেই মুখোমুখি
অথবা পাশাপাশি মলিন মুখে অথবা খুব
হতাশা নিয়ে প্রার্থনারত!--তবে কে
পৃথিবীতে সবচেয়ে সুখী?নাকি,সবই
অভিনয়!শুধু টিকে থাকার অভিনয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.