![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ি জাহাঙ্গীরনগরের রসায়ন বিভাগে। অসম্ভব সপ্নবাজ আমি। কোন এক মনিষী বলেছিলেন যে,'ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ যা দেখে তা সপ্ন নয়,সপ্ন হচ্ছে তাই যা পূরনের তাড়না মানুষকে ঘুমোতে দেয় না'। এই কথার সাথে আমি একমত হলেও সপ্ন দেখতে দেখতে আমি ঘুমিয়ে পরি। সপ্ন পূরনের কোন তাড়না অনুভব করি না।........আমি নিজেই বিভ্রান্ত আমার শখের ব্যাপারগুলো নিয়ে। আমি বুঝতে পারিনা আসলে কি করলে আমার মনটা বিশেষ প্রশান্তি পাবে। যদিও আমার মন সবসময় প্রশান্তির এভারেষ্টে চড়ে থাকে। তবে মাঝে মাঝে লেখালেখি করি,ছবি আঁকি,একা থাকলে গান গাই। তবে কেন জানি লেখালেখি করতে আমার বেশি ভাল লাগে। তবে এই ভাললাগার অন্যতম কারন হচ্ছে অনেক দেরিতে হলেও আমি আমার একটা ভাললাগার জায়গা খুজে পেয়েছি। অনেক আগে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। কারন আমার ধৈর্য শিশুদের প্রকৃতির ডাকে সারা দেয়ার মত। মানে শিশুদের যেমন প্রকৃতি ডাক দিলে সামান্যতম অপেক্ষা না করেই বাবা-মা এর কোল হোক আর প্রেসিডেন্ট এর কোল হোক প্রকৃতির ডাকে সাথে সাথে সারা দেয় সেরকম। ধৈর্য্যের অভাবে এখন মূলত ছোটগল্প লিখি। তবে কতটা মানসম্মত লিখি সেটা জানিনা আর কাউকে বিচার করতেও বলি না। কারন এই কাজটা করে আমি আনন্দ পাই কাউকে আনন্দ দেয়ার জন্য লিখি না। তবে কারো যদি লেখা ভাল লাগে সেটা আমার জন্য বোনাস স্বরুপ।.
আক্কাছ ঘটনা বুঝতে পারছে না। অনেক্ষন
হা করে তাকিয়ে আছে ঐ দিকের একটা
দোকানে। রাস্তার পাশে সামিয়ানা
টঙ্গিয়ে কিছু লোক পান্তা ভাত বিক্রি
করছে আর প্রাইভেট কার থেকে নেমে
বড়লোকরা ঐ পান্তা ভাত কিনে খাচ্ছে।
আক্কাছ এমনিতেই একটু বেআক্কেল
টাইপের। যে কোন ব্যাপার বুঝতে তার
অনেক সময় লাগে। তার উপর আজকের
ঘটনাতো আরো জটিল। দামী গাড়ি
থেইকা নাইমা লোকজন রাস্তার পাশে
দাড়ায়া ভাত খায় তাও আবার কাচা
মরিচ,পেয়াজ দিয়া!! বড়লোকগুলার কী
আইজকা মাথা-টাতা খারাপ হইয়া গেছে
না-কি! যাদের বাসায় ভিক্ষুক গেলেও
পান্তা ভাত খাইতে দেয় না তারা
নিজেরাই আজ... নাহ! ঘটনা একটা নিশ্চয়ই
আছে। আক্কাছ তার রিক্সার উপর বসে বসে
এসব ভাবছে। হঠাৎ করেই এক লোক
আক্কাছকে ডাক দেয়, "এই মামা যাইবা?"
আক্কাছের চিন্তার মধ্য হঠাৎ ছেদ পরে।
সে বলে যামু। লোকটি তার রিক্সায় উঠে
বসে। এই লোকটিও এইমাত্র ঐ সামিয়ানা
টাঙানো দোকান থেকে পান্তা ভাত
খেয়ে আসে। আক্কাছ তার কৌতূহল
মেটানোর জন্য তাই লোকটিকেই ঘটনা
জিঙ্গেস করে। লোকটি বলে,"আজতো
নববর্ষ, এইদিনটি বাংলার-বাঙ্গালীর
ঐতিহ্য,তাই এইদিনে সবাই পান্তা ভাত
খায়"। আক্কাছ মনে মনে হাসে,কারন সে
এই ঐতিয্য সম্পর্কে না জেনেও আজ
পান্তা ভাত আর কাচামরিচ খেয়ে
এসেছিল। তাছাড়া এতোদিন পান্তাভাত
খাওয়াটাকে সে ছোটলোকী একটা
ব্যাপার মনে করতো কিন্তু আজ তার গর্বে
বুকটা ভরে যায় এই ঐতিহ্যের কথা
শুনে,কারন সে এই ঐতিহ্য-সংস্কৃতি
প্রতিদিনই পালন করে
©somewhere in net ltd.