![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাই রাজনীতি বুঝনিা
এটি বড় ধাঁধা যার সমাধান নইে ,
বসে বসে ভাবনা
যারা ভাবছে তারা সমাধান করর।ে
তবে কথা হলো এই শতাদ্বীতে এসে আরা বসে থাকার সময় নইে ।
সময় ব্যবহার করা উচতি প্রায় এক কোটি লোকরে র্কম সংস্থানরে জন্য , পরবতী অনকে ধরনরে সমস্যা আছে যমেন জনসংখ্য,খাদ্য , প্রাকৃতকি র্দুযোগ, পান,ি বচেে থাকার মত পরবিশে যা লখিে শষে করা যাবনো । তবে সময়রে কাজ সময়ে করতে হয় তা না হলে আরকে টি ১/১১ হয়তো বরন করতে হতে পার।ে যা হবে তার চয়েে ভয়ংকর । কারন দশেে এখন অনকে ইস্যূ ,অনকে প,আর তার উপর যে হারে সহংিতা বাড়ছে তার সমাধান কি ?
আমি বেছে থাকা যদি বশে হয়
তবে তুমি কেন কাঁদছ !
আমি বেছে আছি
তা যদি বশে হয়
তোমার মুখ শুকনা কেন?
হাজার কনে এস জড় হবে ,
তার চেয়ে বল
তোমার কাদে কার লাশ?
চোখরে পানি আজ প্রবাহ মান তরঙ্গরে মত বইছে
যে নড়ি হীন পাখরি বাসার মত ।
আর প্রশ্ন করবো না
বলবো সবি পার তোমরা ,
শুধু বলবো আমি স্বামী হারিয়েছি যৌবনে
আাজ অন্তমি লগনে সন্তান হারিয়েছি অভসিাপ দেব না,
তোমরা পররে জন্য করো, পররে জন্য ভাব
তাহলে আমি গন্তব্য পাব।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
জমদূত বলেছেন: motive me such i willbe right