নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

আমরা কেমন যেন হয়ে গেিছ

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

আমরা কেমন যেন হয়ে গেিছ যেমন প্রতিবাদ করা ভুলে গেছি মৃতু্ এখন আর আমাদের চোখের পানি ঝরায় না , কারো ব্যাথা এখন আর নিজের মনে হয় না। অধিকার আর আদায় করা যায়না, ভাললাগা এখন হয় জোর করে হয়। টেকসই কোন ব্যাপার না পরে চলে গেলেও সমস্যা নেই। অনুভুতি গুলো কাগজে থাকে। আবেগ স্থান পরিবর্তন হলে আর থাকেনা। নিজেকে নিয়ে ব্যাস্থ থাকি অন্যকেনিয়ে ভাবার সময় নেই। রক্ত কোন ব্যাপার না ঝরতে পারে । কেন বলুন তো আমাদের অনুভুতি হলো সংকীর্ন হয়ে যাবে? কে খারাপ করেছে আমাদের ? কেদায়ী? হাজারো কে লেখা যাবে কিন্তুূ সমাধানে আসা যাবেনা !

আসতে পারলে তো আমারা এখানে পরে থাকতামনা তাইনা ? দেখ তার উত্তর ও আমর জানা নেই। আছে হয়তো বলবে তাহলে লিখতে পারছি না কেন ? তার উত্তর হয়তো তুমি ও দেবেনা

আসলে কাগজ কে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছি অধিকার বা নিজেকে ছড়িয়ে দেওয়ার মানসিকা আমারা দিন হারিয়ে ফেলেছি।

অথচ ক্ষন স্থায়ী পৃথিবীতে আমাদের ও কিছু দেবার আছে হাতে হোক ,মননে হোক। তিুতুঁমীরের বাঁশের কেল্লা হাসির পাত্র হয়ে গেছে বোধয় ; এসো নেই প্রেরনা। একদিন এই সম্ভানা দেখে হতবাক হবে আমি সেই আশাবাদী প্রানী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

জমদূত বলেছেন: balo na

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.