![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর পথ হয় হোক
তোমার ছিলাম থাকবো
কাছে রাখো আর দুরে রাখ ।
শতাব্দীর পর শতাব্দী আসবে যাবে
নিয়তি কোন কোন শব্দ কে নিজের করে রাখে আমার তা হয়নি !
প্রিয় শব্দ গুলো এখনো তোমার জন্য ব্যাবহার করি
ব্যাস্থ সড়কে কখনো কি
নিজেকে দাড় করিয়ে ছো ?
আমার প্রতিটি ক্ষন এখনো তোমার জন্য ,
সরল কিশোরী আজ কোখায় সুদূরে বসে আছে
তবু দেখ তাকে নিযে কি হই হুল্লুর কেন জান
দুর খেকে ও সে আমাকে মনে রেখেছে
প্রতিদান দিযে যদি সম্পর্ক টিকে রাখতে হয়
তবে ভাগ করে কেন তুমি শিখালে,
পরিমাপ ও যেন করি তা ও বুঝালে;
পশ্চাত নয় অগ্র তে ও নয় ভার রেখে চলতে শিখিযেছো ।
আামি কি আমাকে পেরাবো না কি
নাকি তোমাকে,
বির্বতন করে নিতে হয়
নিজের প্রয়োজনে
অনুসরন করে কিশোরী
যৈাবন তৈরি করে ,বার্ধক্য
সে তো ইতিহাস লিখে।
©somewhere in net ltd.