![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বয়স বাবা নব্বই। চোখে তোর মত দেখি না ,তবে ভোট দিতে এসেছি অধিকারের কথা মনে করে। তুই ও হয়তো অধিকার মনে করে এথানে এসে দাড়িয়েছিস। সত্য কি জানিস বাবা সময় অনেক কিন্তু কাজের সময় কত কম তাইনা । যেমন ধর আমি চোখে কম দেখি কিন্তু তাই বলে ভাল কোন ব্যাবস্থা নেই ভোট দেয়ার । নিজের কাজ টা নিজে করার ইচ্ছা থাকা সত্তে ও তার সুয়োগ নেই। সুযোগ কে বাস্তবতায় রুপ দিতে না পারলে জাতি হিসেবে হয়তো বার বার পিছিয়ে পড়ছি না তবে যত টুকু এগুবার কথা তত টুকু এগুতে পারছি না । যেমন ধর তোকে দেয়া হলো আমার ভোট দেয়ার তুই কাকে দিবে আমি জানি তবে আমি তা মানবো না। কিন্তু দেখ আমার কিছু করার নেই। এই সত্য নব্বই বছর ধরে ধারন করে ভোট দিতে আসি । আমি জানি আমার অধিকার প্রকাশিত হয় না। যখন যাকে ভোট দিতে চাই তাকে দিতে পারিনা । আজ তুই ,কাল সে এসে ধমকে দেয় আমাকে । তুই হয়তো ভাবছিস বুড়ো টার তেজ যায় নি। তা জানি বলে ই তো বার বার পরাজিত হযে ও আবার ছুটে আসি । পথ কত টুকু মুসূন হলো এসে এসে দেখি। যে দিন দেখবো আমার কাজ টি আমি করার মত পরিবেশ হয়েছে সেদিন বুঝবো আমি বোধয় ভুল পথে হাটিনি। হাটে নি আমার মত ,অধিকার, আসা,স্বপ্ন, সফলতা, । ভাল থাক বাবা চোখে কম দেখি কিন্তু চোখে জল দেখে কিছু কি বুঝতে পারছিস! পারছিস জানি ,কিন্তু তোর চোখে জল না দেখে আমি ও বুঝেছি আামর ভোট কোখায়.............!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
জমদূত বলেছেন: we are runing , but not proper runway