নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

ভার না বইতে পারি যেন মর্ম টাকে বুঝি

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

সাদাকালো না কালো সাদা দুই তো এক হলো । না হলো না , আমার টা আগে । নিপুন সবিতো এক । এদিক হতে তুইআগে আর ও দিক হতে আমি আগে। বাহ বাহ তুই ভাল সমাধান দিতে পারিস

আমার বাবা আমাকে তিন হাজার দুই শত টাকা হাতে ধরিয়ে ভলে ছিল যদি লেখা পড়া করিস তবে টাকা নে নাহয় আমা কে দিয়ে যাবি। সময় দিয়ে ছিল এক দিন । আজ আমি বাবার নির্ভরশীল ছেলে কিন্।তু বাবা কে আজ ও কিছু দিতে পারিনি।

কিন্তু বাবার সাখেই আছি বাবা এতেই সুখি।

আমার প্র্রতিনিয় সরে যািচ্ছ

প্রথম হবার জনন নাকি নিজকে ফাকি দিচি্ছ .আসলে তাই করছি ঠকে যাচ্ছি যখন বুঝি তখনি আর কিছু করার থাকেনা । পিছন হতে সামনে আসি আবার পিছনে চলে যাচ্ছি দীর্ঘ পথ হেটে আমার তাই মনে হলো। এসো অল্প করে হলো ও সামনে যাই যেন আর পিছনে আসতে না হয়। ভার না বইতে পারি যেন মর্ম টাকে বুঝি । শেষ করে যেন শুরু না করি। আর উল্টো টা ও যেন না করি। সামানে না যেতে পারলেও যেন পিছনে না যেতে হয় .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.