![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কিছু দিন পর আমরা পাব নতুন আরেকটি বাংলা বছর
বাবা হাসেনা ,সব সব সময় মন খারাপ করে থাকে একা থাকতে পছন্দ করে,শরির টা ভাল নেই দীর্ঘ দিন অসুখে
তোমরা দোয়া করো ।
বায়না গুলোর কথা মনে প ড়ে অভাবের কারনে
বাবা বাস্তবা ন করতে পারেনি। এসব দিন গুলোতে মনে পড়ে।
বাবা নতুন বছরে আমকে কি কিনে দিবা?
নতুন জামার সাথে আমাকে এবার দুরে নিবা বলছিলা ,
তোমার কি মনে আছে বাবা?
আমার খুব ইচ্ছে বা বা বড় বড় হাইওয়ে সেতু গুলোর উপর দিয়ে হাটতে
তোমার তো আর পয়সা নষ্ট করছি না বাবা
এবার তো বলতে পারব না তোমার কাছে টাকা নেই!
হাটতে কি আর পয়সা লাগে বাবা
ওবাবা আমি কিন্তু রাতে হাটবো,
যখন শহরের গুন থাকবে না
আমি তোমার সামনে অভবাবকের মত হাটবো
তুমি মাঝে মাঝে বলবে
বাবা এক পাশ দিয়ে হাট গাড়ি আসবে,
আমি হেসে বলব এই রাতে আবার গাড়ি আসবে কোখায় হতে
হঠাত গাড়ি এসে হাজির
তুমি একটু ও আভিবাবক
সুলভ কথা বলবে না
ধমক দিয়ে বলবে আমি বলছি না
হা হা হা হা।
বাবা আমি কিন্তু
জলে সাতার কাটবো ,
যে সেতু দিয়ে হাটবো
ঠিক সেই সেতুর নিচের নদী হবে।
কি বাবা কিছু বল ,নাকি বললে ও পয়সা লাগবে
নতুন বছরে এটুকু দিবা না !
নাকি বলবা বাবা তুই তো অনেক বড় হলি এবার তুই অভিবাবক,
বাব নেীকা ছড়তে কি যে মজা ,আমিতো সাতার কাটতে জানি
এবার তো আর নিষেদ নেই।
বাবা বলনা
বাবা বাবা বাবা
মা বাবা কি এবার ও লাইন কেটে দিল
মা ,
না রে বাবা
হয় তো কাজে লেগে গেছে।
কাজের মানুষ !
সব দিনে তো দিন আজ হোক আর কাল হোক।
©somewhere in net ltd.