নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

চলতে হবে

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

কিছু অতিত দেখতে নেই। মুছে ফেলে যত দুর যাওযা যায় ততই মঙ্গল। এই বিশ্বাস ছিল ,এই নিয়েই চলতাম। চলতে চলতে জী্বনের গুরুত্বপূর্ন পয়ত্রিশ টি মাস কেটে দিলাম । কিন্তু বাস্তবতা মাঝে মাঝে এসে সামনে দাড়ায় ,শুনেছি গত সপ্তাহে তা বাস্তবে দেখলাম। কেন যনে মনে হলো আবার বাধা এসে দাড়াল সামনে ,আগের সেই চির চেনা প্রতিটিদিন,চলার প্রতিটি মূহূর্ত,চাওয়া পাওয়ার পুরনো খতিয়ান কি নিমর্ম ভাবে চোখের সামনে এসে দাড়াল। কোন পুরনো প্রশ্ন ছিল না ,ছিল না আগামি কালকের কোন সমীকরন না ছিল হিসাব বুঝে নেওয়ার অজেয় স্বপ্ন। শুধু চেয়ে থাকা । তোমার কাছে আমার আর হয়তো চাওয়ার কিছু নেই । চাইবো অতিত মুছে দিতে পারবে তো ! কি ভীষন ব্যাথা বলে তোমাকে বুঝানো যাবেনা । কেন নিয়তি আবার সামনে দাড়াল বুঝতে পারিনা। রাতের নিরবতার সবচেয়ে বড় শত্রু হলো স্নতি । যা তোমাকে দেখার পর বড় বেশি বেড়ে গেছে। গভীর সমুদ্রের ও কিছু না পাওয়ার যাতনা আছে। সব চেয়ে উচুতে দাড়িয়ে থাকা পাহাড়ের ও কিছু শূন্যতা আছে ,কিনতু উভয়ের সুখ বেশি , আমার উল্টটা। হয়তো এজন্য এত আকুতি ,এই লেখুনি,এইরাত জাগা ,মনে রাখা,গুন গুন করে আনমনে গেয়ে যাওয়া। যা হারিয়ে ছো তা দেখেও ব্যাথা পেওনা প্রেরনা নাও সে চলছে

তোমাকে ও চলতে হবে। প্রভাত অতিত হয় ,আর ইতিহাস হয় , ফুল সব সময় সোরভ ই হয়।তুমি তাই হয়ে থেকো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.