নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

নয়ছয়!

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আমরা কি ব্যস্ত হয়ে গেছি না জীন কে উপভোগ করতে ভুলে গেছি। কি উত্তর দিবেন ?আামার কাছে উত্তর হেলো আমাদের লোভ বেড়ে যাচ্ছে।আমি আমার অবস্থান থেকে সুখি না এভাবে বেশির ভাগই আমরা।কে কয়দিনেরপৃথিবীতে থাকবো। আসার সমীকরন যাওয়ার সাখে মিলালে খুব অল্প সময় । অথচ বেচেঁ থাকতে হবে হাজার হাজার বছর।সেই দীর্ঘদিন বাছার স্বপ্ন আমার বা আমাদের ইচ্ছে নেই । বর্তমানের প্রতি বেশ মোহ। কেন?????????????

সোজা উত্তর আমার ধর্ম শুনি আজ। পড়ি না, পড়ি আমল করিনা । যা হবার কথা প্রতিদিন তা হয় মাঝে মাঝে কেন । উত্তর দেয়া হয়ে গেছে । ধর্ম শুনে ,পড়ে আমল করে জীবন চালাতে হবে। পরিবর্তন যদি পশ্চাতে ঠেলে দেয় সেই পরিবর্তনা গ্রহন করা উচিত হবে না। আমরা তা করছি।

প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন হল সত্য হারিয়ে যায়। কারন সব পরিবর্তনের সাথে তো আর সত্য পরিবর্তন করা ঠিকনা । আমরা তা করছি। দুবেলা হলে তিন বেলার কথা ভাবি আর তিন হলে চার , চাহিদার অসীমতার মাঝে তো কৃতজ্ঝতা বোধ হারালে চলবে না আমাদের তা হচ্ছে।

প্রতিবাদ করলে তো মহাবিপদ মনে করি নুন্যতম ও করছি না । নিজেদের আধিকার প্রতিষ্ঠার জন্য আজ সব চেয়ে বড় যন্ত্র বেছে নিলাম সুযোগ যখন যে থাকে । আইন চাই না চাই লড়াকু কাউকে যাকে দিয়ে স্বার্থ উদ্ধার হবে। এর শেষ হবে শুনেছি হযতো সময় আসেনি। তাকে ও ডেকে নিয়ে আসছি।ছোট ছোট শিক্ষাকে কাজে লাগাই যে যেথানে আছি।কেউ দেখার তো প্রয়োজন নেই এক জন তো দেখছে এই বিশ্বাস রেখে যে যার অবস্থান হতে সুন্দর একটি প্রজম্মর জম্ম দেই যারা সব মুছে দিবে । কালের স্বাক্ষী হবে নির্ভেজাল কিছু দেবে নেবে, লাভ চাই না ক্ষতি ও চাই না ।চিমটি ভরে নেই মুঠো ভরে দেই। রাত ভর লিখে শেষ করতে বোধয় পারবোনা।

আসুন আমি আমরা হই।হাজার বছরের জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.