![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হীন খাকতে বলো থাকতে পারি
দুরত্ব রেখে নয়
তুমি হীন চলতে বল
চলতে পারি অনুভুতি হীন হয়ে নয়
তুমি হীন চেয়ে থাকা
ঐ দুরের কোন মেঘালয়
আমি পারি বাচঁতে যদি হও তুমি
স্বাক্ষী রও ।।
তুমি হীন ঐ প্লাবনে যেতে পারি
তুমি যদি আমি হও
নিশাচর হয়ে রাত জাগতে পারি
তুমি যদি মরিচিকা হও
তুমি হীন তুমি সব যদি তুমি রবে
তবেই তো থাকা হবে আমার হয়ে
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
আলম দীপ্র বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভালোলাগা ।