![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুদিন ঘটে যাওয়া
দৃশ্য পটেও
তুমি নিথর কেন?
তুমি অনিরুদ্ধ করেছ
আমি হাসতে পারিনা ,
হৃদয়ের বাঝে বাঝে
কত আতশ
তবে কি তুমি অসৃক চাও
আর কত?
নিদ্রা হতে উঠে আমকে
ঘুনতে হয় মৃতের সংখ্যা;
আগামি কাল হয়ে আসে আফাত
কি নিয়ে থাকেবো
আমি আর অনিরুদ্ধ
থাকতে চাইনা
আমাকে শেষ
করে দাও?
সব কষ্ট একসাথে
ভুলে যাব
মাটির দেহ
মাটির সাথে মিশে যাই,
সুখের সজ্ঞা যদি হয়
দুখে দুখে নিজেকে শেষ করে দেয়া
তবে সে অনিরুদ্ধ আমি চাই না ?
তোমাদের অদয় দাও;
যা দেখে দেখে আমি নিমিষে
সিদ্ধান্ত নেব
আমি কি করবে
সে ভালো!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো,তবে বানান ভুল গুলো চোখে পড়ার মত