নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাদের্ না বলা কথা

myLx

জমদূত

আমি যেন নিরামিশ না থাই।

জমদূত › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

বৈশাখ মানে নতুন একটি বছর, বৈশাখ মানে নতুন একটি দিন , নতুন একটি স্বপ্ন, নতুন একটি আশা ,নতুন বাসনা , অতিত কে মুছে পেলা,নতুন আশায় বুক বাধাঁ আরো কত কি?

বৈশাখ মানে কি চর্চা হতে পারেনা বাংলা কে ধারন করার, প্রতিটি সরকারী,বেসরকারী প্রতিষ্ঠানে ব্যবহার শুরু করা বাংলা তারিখ ।স্বার্থকতা যদি ইলিশ আর পান্থা ভাতের মধ্যে সীমা বদ্ধ থাকে তবে তা ধার করা আকাশ সংস্কার, ভাল টা গ্রহন না করে উল্টো টা করা।
উদারাহন হিসেবে বলা যায়-
সব প্রতিষ্ঠান যদি বাংলা পুণ্জিকা তৈরি করে , পাশাপাশি ইংলিশ থাকবে।
সব কাজে যেমন পরিপত্র গুলো বাংলায় তৈরি হবে।
দেশ বিদেশে কারো সাথে কোন চুক্তি হলে বাংলার পাশাপাশি ইংলিশ থাকবে। উল্টো টা নয়। এই কারনে আমাদের অনেক লোকসান হয়েছে (গ্রামীন ফোনের সাথে চুক্তি)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.