![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০
০
০
০
০
০
০
০
বাবা লোকনাথ বলেছেন-" আমি শতাধিক বছর ধরে কত পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় রকমের একটা ধন কামাই করেছি। তোরা বসে বসে খাবি। রণে,বনে,জলে,জঙ্গলে যখনি বিপদে পড়বি,আমাকে স্মরণ করবি,তার পরের ভার আমার। আমাকে জানতে চাসনি,বুঝতে চাসনি,কেবল একটু আকুল প্রাণে তোর মনের কথাটি জানাবি আমাকে।তাহলেই আমি তোদের দুঃখের প্রতিকার করব।আমি ধরা না দিলে আমাকে ধরতে পারে,কার বাপের সাধ্য ! তবু আমি স্বেচ্ছায় ধরা দি।আমি যা ইচ্ছা তাই করতে পারি।তোদের বিশ্বাস নেই,তাই প্রার্থিত ফল পাস না।যারা আমাকে লক্ষ্য করে এসে আমার আশ্রয় গ্রহণ করে,তাদের দুঃখ দেখলেই আর্দ্র হয় আমার হৃদয়।এই আর্দ্রতাই আমার দয়া।এই দয়ায়আমার শক্তি তাদের উপর প্রবাহিত হয় এবং তাতেই তাদের দুঃখ দূর হয়ে যায়" জানবি ,ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে বেড়ায়।তোদের সব দায়িত্ব আমার।কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে।আমি যে তোদের প্রেমের কাঙাল।আমার দয়া বিশ্বময় ছড়িয়ে আছে।তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে কুড়িয়ে নে।যে তার নিজের মনপ্রাণ সবটুকু আমায় দিতে পেরেছে,আমি তারই হয়ে গেছি।তোদের মধ্যে সত্যরূপে আমি আছি,চিরকাল থাকব।আমি নিত্য জাগ্রত ,তোদের সুখে সুখী,তোদের দুঃখে দুঃখী।আমার বিনাশ নেই। আমি আছি,আছি,আছি"
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য ।
শুভ কামনা রইল ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: সবাই বলে এটা নাকি বিপ্লবক্লান্তির নাকি :> সইত্য নাকি দিদি/দাদা
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
অপর্না হালদার বলেছেন: ঠিক বলতে পারবোনা । এটা ফেসবুকেও আসে । বিভিন্ন ব্লগেও পাওয়া যায় । কেউ যদি এটা তার নিজস্ব লেখা তাহলে স্বীকার করতে আমার আপত্তি নেই । লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
মামদোভুত বলেছেন:
এক্সকিউজ মি!
আপনার গা থেকে বিরিয়ানীর গন্ধ পাচ্ছি!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
অপর্না হালদার বলেছেন: valo
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনি পরোক্ষভাবে হিন্দু ধর্মের ভালো করতে গিয়ে খারাপ করছেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
কিন্তু আপনি কি করে বুঝলেন আমি এসব করছি ।
বিস্তারিত বলার মত সুযোগ আছে কি??????
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: ইনি হিন্দু ধর্মকে সুন্দর করে বিকৃত করে বাংলাদেশের হিন্দুদের ভারতে পাঠানোর ব্যবস্থা করতে জানে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
অপর্না হালদার বলেছেন: যে সকল হিন্দুরা মরতে জানেনা তারা এমনিতেই ভারতে বা অন্য কোন দেশে যাবে । কিন্তু যে সকল হিন্দুরা মরতে যানে তাদেরকে যারা অত্যাচার করতে আসবে তারা যে খুব ভালোভাবে মায়ের কোলে ফিরে যেতে পারবে তা কিন্তু এখন আর নয় ।
সুতরা হিন্দুরা বা মুসলিমরা কে কোন দেশে থাকবে বা যাবে সেটা ভাবার সময় পার হয়ে গেছে ।
আসুন এই ধরনের ধারনা মন থেকে মুছে ফেলি । হিন্দু হলে ভারতে যাবে আর মুসলিম হলে পাকিস্তানে যাবে ।
ধর্ম যার যার রাষ্ট্র সবার । সাব সাব কথা ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
সঞ্জয় নিপু বলেছেন: "জয় বাবা লোকনাথ "
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
অপর্না হালদার বলেছেন: "জয় বাবা লোকনাথ "
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
টোকাই সিকদার বলেছেন: আমি শতাধিক বছর ধরে কত পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় রকমের একটা ধন কামাই করেছি। তোরা বসে বসে খাবি। রণে,বনে,জলে,জঙ্গলে যখনি বিপদে পড়বি,আমাকে স্মরণ করবি,তার পরের ভার আমার। আমাকে জানতে চাসনি,বুঝতে চাসনি,কেবল একটু আকুল প্রাণে তোর মনের কথাটি জানাবি আমাকে।তাহলেই আমি তোদের দুঃখের প্রতিকার করব