![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০
০
০
০
০
যারা সহজ সরল মানুষগুলোকে ধর্মের দোহাই দিয়ে ভুল পথে পরিচালিক করেন তাদের প্রতি মহান সৃষ্টিকর্তাও বিরক্ত হন । এজন্যই দেখা যায় অত্যাচারী বা প্রতারকরা সাময়িক ভালো বা প্রভাবশালী হয়ে উঠলেও পতন হয় এই পৃথিবীতে অবস্থান কালেই । মিত্যুর পড়েও হয়ত এই শাস্তি তাদের ভোগ করতে হবে। আমরা যে যাই ভাবিনা কেন .... সৃষ্টিকর্তার হিসাব নিখুত । এতে কারো কোন সন্দেহ থাকার প্রশ্নই আসে না । যার প্রতিফলন আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে দিয়েই উপলব্ধি করতে পারে । ইতোপূর্বেও অনেকবার বলছি দেলোয়ার হোসেন সাঈদীর সম্পর্কে এ কথা বলার সাহস দেখাচ্ছি এই কারনে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে আমি খুব ভালো ভাবে চিনি ।
০
০
০
০
ত ৬ ডিসেম্বর দৈনিক আমার দেশের ৭ম পাতায় প্রকাশিত ওই সংবাদের শিরোনাম ছিল- ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি।
এছাড়া জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার অনলাইনেও একই সংবাদ ছাপা হয়।
খবরটি মিথ্যা দাবি করে নাসিম রুপক নামে একজন ব্লগার ব্লগ ও ফেইসবুকে প্রতিবাদ জানান। ফেইসবুকে নোট আকারে তার লেখার শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার’। ব্লগেও নিজস্ব আইডি থেকে একই লেখা পোস্ট করেন তিনি।
কিছুক্ষণের মধ্যেই রুপকের ওই নোট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নোটটি শেয়ার হয়েছে ৫৮৯ বার। ব্লগে আসে প্রায় দু’শ মন্তব্য।
এই পরিস্থিতিতে দৈনিক সংগ্রাম তাদের সংবাদটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করে। তবে আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে নিলেও দুঃখ প্রকাশ করেনি।
এ বিষয়ে নাসিম রুপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দেশ অনলাইন থেকে সংবাদটি সরিয়ে ফেললেও কোন দুঃখ প্রকাশ করেনি। প্রিন্ট ভার্সনের প্রকাশিত সংবাদের জন্যও কোন সংশোধনী দেয়নি।”
আমার দেশের ওই প্রতিবেদনের বলা হয়, ‘বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।’
এই সংবাদের সঙ্গে আরবি ব্যানার হাতে একটি ছবিও ছাপা হয়।
এর প্রতিবাদ জানিয়ে নাসিম রুপক ফেইসবুকে লিখেন, ‘এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গুগলের সাহায্য নিলাম। গুগলে সার্চ দিয়ে ওই নিউজের ছবি সংশ্লিষ্ট অনেকগুলো সংবাদ পেলাম। সবগুলোই আরবি সাইট। আরবি বোঝার জন্য গুগল অনুবাদের সাহায্য নিলাম। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম একটা সাইটের নিউজের সাথেও আমারদেশ পত্রিকার সংবাদের কোন মিল নেই। বিশ্বাস না হলে আপনারাই ঘুরে আসুন ওয়েবসাইট গুলোতে।’
যে ছবিটি দেয়া হয়েছে সেটিও যে গত বছরের ১৮ অক্টোবর আপলোড করা হয়েছে তারও প্রমাণ দেন এই ব্লগার। প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দেন, ছবিটি কাবার গিলাফ পরানোর সময় তোলা হয়েছিল।
সংগ্রামের দুঃখ প্রকাশ
এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠলে দৈনিক সংগ্রাম দুঃখ প্রকাশ করে বলে, ‘বাংলাদেশে আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক সংবাদটি আমাদের প্রিন্ট এডিশনের কোথাও ছাপা হয়নি। কিন্তু অসাবধানতাবশত অনলাইন সংস্কারে প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে সংবাদটি প্রত্যাহার করে নেয়া হলো। -বার্তা সম্পাদক’।
ফেইসবুকে বিতর্ক, দুই দৈনিকের খবর প্রত্যাহার
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ সঠিক বিষয়টি উপলব্ধি করার জন্য ।
কিন্তু এদের এই মিথ্যাচারিতা থেকে কোনকিছুই বাদ যায়নি । এমনকি কাবা শরীফও এদের মিথ্যা প্রচারনা থেকে রেহাই পায়নি । খুবই খারাপ লাগে এরাই আবার ধর্মের কথা বলে ।
শুভ কামনা রইল । এদের প্রতারনা থেকে সাধারন মানুষকে দুরে রাখবেন কিভাবে ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
শয়ন কুমার বলেছেন: মিথ্যাবাদিরা যে লেবাসই পরে থাকুক না কেন, এক সময় না এক সময় মিথ্যাবাদিদের উলংঙ্গ রূপ প্রকাশ পাবেই ।এক্ষেত্রেও আমার দেশ এবং শিবিরের ফেসবুক প্রপাগন্ডার মাধ্যম বাশের কেল্লা পেজের মিথ্যাবাদিতার উলংঙ্গ রূপ প্রকাশ পেয়েছে ।