নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

দেখুন দেশে প্রতিবন্ধির সংখ্যা কি পরিমানে বৃদ্ধি পাইছে । সত্যি কথা বলার মত মেধাও কি আমাদের হারিয়ে গেছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

দেখুন দেশে প্রতিবন্ধির সংখ্যা কি পরিমানে বৃদ্ধি পাইছে । সত্যি কথা বলার মত মেধাও কি আমাদের হারিয়ে গেছে ।





বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গত নির্বাচনের সময় বলেছিলেণ বাংলাদেশের একমাত্র শিশু আর প্রতিবন্ধী ব্যতিত সকল মানুষই কোন না কোন ভাবে রাজনীতির সাথে যুক্ত । অর্থাৎ তারা কেহই নির্দলীয় নয় । এই কথা বলার পর যারা সমর্থন করেন নি তাদেরকে তখনও আমি বুদ্ধি প্রতিবন্ধি বলেছি । কারন একটি দলকে সমর্থন করলে অন্য দলের কোন কিছুই যে মেনে নেয়া যাবেনা, সকল কথার বিরোধিতা করতে হবে এমন তো কথা নয় । যারা করেন তারা তাদের চিন্তার বিষয়টিও নেত্রীর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আর বাকিটুকু কিভাবে রাস্তায় মেয়েরা হাটাচলা করেন, কি দেখে ছেলেরা উত্তেজিত হয়, কাদের পকেট কাটা যায়, কবে একটা হরতাল হবে ইট পাটকেল মেরে যদি হরতালের সমর্থন কারীর নিকট হতে দু/চারটি টাকা ভিক্ষা পাওয়া যায় ইত্যাদি কাজে ব্যায় করেন । এবং একটা লজ্জ্বার কথা হলো যারা সুট টাই পড়েন তারা এই সকল লোকদের ভয় পায় । হায়রে ভদ্র কাপুরুষগণ তোমাদের প্রতি রইল একরাশ.......... । যাই হোক । রাজনীতিতে উচিত প্রতিটি বিষয়ের উপর সত্য মতামত প্রকাশ করা । আমরা আকাশের চাদ একদিনে হাতে পাবো তা কিন্তু নয় ।



গতদিন জাকির নায়েকের একটা বক্তব্য শুনছিলাম । তিনি বললেন কিছু উদ্ভাস্তুদের আমি আশ্রয় দিলাম । তারা আমার ঘরে থেকে এক সময় আমাকেই আমার ঘর থেকে তারিয়ে দিতে চাইল । আর আমি যখন এর প্রতিকার চাইতে গেলাম তখনই আমি নিজেই হয়ে গেলাম সন্ত্রাসী । আমি একা একা অনেক হাসলাম । কারন এই কথাটি অনেক হাসির মনে হইল । ধর্ম নিয়ে এই বিষয়ের আলোকে আলোচনা করবোনা । যাই হোক আমার দেশে বর্তমান সরকার সকল কিছুতে সফল নয় এর মানে এই নয় যে সকল কিছুতে ব্যার্থ । এটা যারা মোনে করেন তারা করতে পারেন আমি করি না । কারন যে সকল বিষয়ে তারা ব্যর্থ হয়েছে তার সাথে বিশ্বরাজনীতি তথা আমার দেশের কিছু পাচাটা মানুষও জড়িত । এদের মধ্যে উল্লেখযোগ্য হল : ড. ইউনুস, বেশকিছু এনজিও ইত্যাদি । তবে এই সমস্যাগুলো দুর করতে তথা দেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিনত করতে হলে এই ব্যাথাগুলো সহ্য করে আবার এই সরকারকেই ক্ষমতা দিতে হবে নতুবা আমরা আবার পিছিয়ে যাবো ।



ইলিয়াস গুম হলো বিএনপি হরতাল দিল, কিন্তু ইলিয়াস যখন রাজনীতির নামে হত্যা করেছেন তখন বিএনপি কি বাধা দিয়েছিল তথা তাকে আইনের আওতায় আনছিলেন । ইলিয়াস গুম হওয়ার প্রতিবাদে হরতাল দেয়ার ফলে দুই জন হরতাল সমর্থক মারা গেলেন তাদের জন্য বিএনপি কি সত্যিকার কোন প্রতিবাদ করেছিলেন । তাদের পরিবারের কি এখন কোন খোজ নিচ্ছেন । যদি না নিয়ে থাকেন তাহলে আমরা সাধারন মানুষ কেন মুক্ত চিন্তা করার ভার তাদের হাতে দেব ।



শেয়ার মার্কেট ধষে পড়েছে কিন্তু সাধারন মানুষের কতটাকার ক্ষতি হয়েছে । যারা সাধারন মানুষ হওয়ার পড়েও শেয়ার মার্কেটে ইনভেষ্ট করেছে তারা কি বুঝে শেয়ার মার্কেটে এসেছেন নাকি লোভে এসেছেন । শেয়ার মার্কেট সাধারন কোন মানুষের মার্কেট নয় । শেয়ার মার্কেটে যাদের ইনভেষ্ট করা আছে তাদের অর্থের উৎস প্রকাশ করলে বা তাদের ট্যাস্ক হার দেখলে বোঝা যাবে তাদের সত্যিকার মুখ । মুখোশ তাদের খুলে দেয়া দরকার । কিন্তু কে করবে কারন তারা চোরে চোরে মাসতুতু ভাই ।



খালেদা জিয়া তার বাড়ি রক্ষার জন্য হরতাল দিলেন, দেশ অচল করার পরিকল্পনা করলেন, চোখ দিয়ে খালেদার বঙ্গোপসাগর বয়ে গেল অথচ সারা দেশে ধর্ষনের নামে যা হচ্ছে তার জন্য তার চোখে কোন জল নেই কেন???? খালেদরা কাছে কোন জবাব নেই ।



সকল কাজই যদি সরকার করবে তাহলে বিরোধী দলের দরকার কি??? বিরোধী দল যদি তাদের কিছু মানুষের স্বর্থ রক্ষার জন্য আমার মত সাধারন মানুষকে ব্যবহার করে তাহলে এখন সময় এসেছে কিছু একটা নতুন চিন্তা করার ।





প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া



প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের জন্য আশার কোনো কথা নেই- বিএনপির এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?



হ্যাঁ - 70%





না - 30%





মোট ভোট সংখ্যাঃ 667



Click Here

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

িবদ্রহী বলেছেন: জাকির নায়েকের বক্তব্য শুতে থাকেন ..আল্লাহজ তা্যালা আপনাকে হেদায়েত করুন................... আমিন

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

অপর্না হালদার বলেছেন: এমন একটা ভাব নিয়া মন্তব্য করলে বৎস যেন খুব একটা কিছু বুঝে ফেলেছো । জাকির নায়েকের কথা শুনলে মনে হয় হাটতে হাটতে বেহেস্তে চলে যাওয়া যায় । প্রতিবন্ধীদের আরেক রুপ । টেলিভিশনে যারা কথা বলেন সেচ্ছায় বা ডকুমেন্টরী তৈরীর মাধ্যমে তারা তাদের প্রয়োজনে কথা বলে এটা মনে রাখতে হবে ।

প্রিয় ব্লগারবৃন্দ আপনারা যারা বাংলাদেশে আছেন তারা নিশ্চয়ই রামকৃষ্ণ মিশনের নাম শুনে থাকবেন । বছরে অনেক অনুষ্ঠান হয় এখানে । বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে বেশি আড়ম্বর বা আয়োজন করে করা হয়ে থাকে । রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে এখানে প্রায় সাতদিন ব্যাপী অনুষ্ঠান মালা থাকে । এর মধ্যে একদিন থাকেন সকল ধর্মনিয়ে আলোচনা । যদি সম্ভব হয় ঐদিনের আলোচনা শুনবেন তাহলেই বুঝতে পারবেন জাকির নায়েক সহ সকল ডকুমেন্টরী তৈরীর মাধ্যমে যারা নিজেদের প্রচার করে থাকেন তাদের সত্যিকার উপলব্ধি আর ধর্মীয় মানুষদের (যারা প্রচার চায় না শুধু ধর্ম পালন করে থাকেন ) সত্যিকার উপলব্ধি ।

মনে হয় এবার সুবুদ্ধি হবে ।
যদি পোষ্টটি সম্পূর্ন পড়ে থাকেন তাহলে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভালই লিখেছে .........

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

অপর্না হালদার বলেছেন: পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

একজন আরমান বলেছেন:
আসলে আমরা সবাই ই মনে হয় অন্ধ। কারণ আমরা হুযুগে! আর বেশীরভাগ সময় ই না বুঝে সময়ের স্রোতে গা ভাসাতে পছন্দ করি।


যেমন ধরুন আমি রাস্তায় নেমে "বললাম ধর্ষিতার ফাঁসি চাই, ধর্ষণকারীর মুক্তি চাই" - অমনি আমার পেছনের মানুষগুলোও আমার সাথে সুরে সুর মিলিয়ে শ্লোগান দিবে। কিন্তু তারা একবারও ভেবে দেখবেন না যে আমি কি বলছি !
আশা করি বুঝতে পেরেছেন।

আর একটা উদাহরন আপনার এই পোষ্টের প্রথম মন্তব্যেই দেখা যাচ্ছে !

িবদ্রহী বলেছেন: জাকির নায়েকের বক্তব্য শুতে থাকেন ..আল্লাহজ তা্যালা আপনাকে হেদায়েত করুন................... আমিন

হাহাহা।
আমি এখন জাকির নায়েকের মন্তব্য শুনবো আবার একটু পরেই পর্ণ দেখবো, আল্লাহ কি আমাকে হেদায়েত করবেন? আমি কি জান্নাতে যেতে পারবো?
অবশ্যই না। জান্নাতে যেতে হলে আমাকে ধর্মকে অনুসরণ করতে হবে। মন থেকে সেটা মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। শুধু কারো কথা শুনলে যদি জান্নাতে যাওয়া যেতো তবে আমি সব কাজ ফেলে সারাদিন জাকির নায়েকের কথা শুনতাম।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

অপর্না হালদার বলেছেন: জান্নাতে যেতে হলে আমাকে ধর্মকে অনুসরণ করতে হবে। মন থেকে সেটা মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। শুধু কারো কথা শুনলে যদি জান্নাতে যাওয়া যেতো তবে আমি সব কাজ ফেলে সারাদিন জাকির নায়েকের কথা শুনতাম।

ধন্যবাদ আরমান ভাই । ঠিক কথাই বলেছেন । ইদানিং কিছু ব্লগারকে দেখা যায় ধর্ম নিয়ে চর্চিত চর্বন করতে । সাধারন মানুষকে বিব্রান্ত করার কাজে নিয়োজিত ।

রানওয়ে সিনেমাটি কি দেখেছেন আরমান ভাই না দেখতে একবার দেখার অনুরোধ রইল । ধর্মের নামে সাধারন মানুষকে কিভাবে অধর্মের দিকে নিয়ে গিয়ে জঙ্গি দলে পরিনত করেন এবং তাদের শেষ উপলব্ধি ।

শুভ কামনা রইল ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

িবদ্রহী বলেছেন: লেখক বলেছেন: এমন একটা ভাব নিয়া মন্তব্য করলে বৎস যেন খুব একটা কিছু বুঝে ফেলেছো ।..........বৎস..........কথাটা পড়ে নিজেকে খুব তরুন মনে হলো। একজন মুসলিম হিসেবে আপনাকে আমাদের যে কোনো প্রচারনায় ডাকতেই পারি আপনিও ... সে যাই হোক আমি আর কে মিশনে গিয়েছি কয়েকবার .।অনেক কিছু জানা হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

অপর্না হালদার বলেছেন: একবার নয় বহুবার জান কিছু উপলব্ধি বোধ না থাকলে মন্দির - মসজিদ- গির্জা কোথাও গেলে কোন লাভ নেই । ওয়াজ করতে পারবেন কিন্তু সত্যিকার ধার্মিক হওয়া যাবেনা । ভন্ড ধার্মিক বা ধর্ম ব্যবসায়ী হতে পারবেন বইকি????


ইসলামে কি কোথাও আছে তার ধর্মের সমালোচনা করে ইসলাম ধর্মে আসলেই বেহেস্ত পাবেন, আখেরাতে সত্তর হুর পাবেন এই লোভ দেখানো ???????
ইসলামে কি আছে মাদ্রাসার কোমল মতি ছেলেদের বাসায় গিয়ে ভিক্ষা করানোর অভ্যাস তৈরী করার ??????
ইসলামে কি আছে মন্দির ভাঙ্গার নির্দেশনা ???????

তাহলে আপনার মত মানুষরাইতো ভাঙ্গছে নয় কি ???

যারা সত্যিকার ইসলাম ধর্ম পালন করেন তারা অন্য ধর্মের সমালোচনা করেন না, ইলসাম ধর্মের মহিমা বর্ননা করেন, কোন লোভ দেখান না, নৈতিকতার কথা বলেন ।।।।।

শুভ বুদ্ধির উদয় হোক ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

িবদ্রহী বলেছেন: @একজন আরমান ...

আমি কি লিখেছি


িবদ্রহী বলেছেন: জাকির নায়েকের বক্তব্য শুতে থাকেন ..আল্লাহজ তা্যালা আপনাকে হেদায়েত করুন................... আমিন

আর আপনি কি বঝাতে চাইলেন কিছুই বুঝলামনা..।
আমি বলিনাই যে জাকির নায়েকের কথা সুনলে বেহেস্থে যাওয়া যাবে।

পর্ণ গ্রাফী সবাই দেখেনা ভাইজান.. আপনার অনেক মানুষের সম্পর্কে ধারনাও নাই। এই দঃরনের সাধু মানুষহ হিন্দু মুসলিম বৌদ্দঃ সব ধর্মেই আছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

অপর্না হালদার বলেছেন: বা কি সুন্দর বিদ্রহী আরমান ভাইয়ের মন্তব্যের উপর আবার যুক্তি দেখানো শুরু করেছেন ।


বিদ্রহী তুমিই নবীজির কথার বাস্তব উদাহরন হবে..... কারন তোমার জন্য শেষ জামানার প্রমান পাব ।

শেষ জামানায় ধর্মের কথা বলবে কি ধর্ম পালন করবে না, মোড়ে মোড়ে মসজিদ হবে কিন্তু মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে না ।

বিদ্রহী হ্যা তোমাকে বলছি আরমান ভাইয়ের কথা উপলব্ধি করতে চেষ্টা কর এবং নিজের উপলব্ধি বোধকে জাগানোর চেষ্টা কর ।

আল্লাহ তোমার শুভ বুদ্ধিকে জাগ্রত করে দিবেন এটাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা ।

পোষ্টি পড়া এবং মন্তব্যে বিষয়গুলো পড়ার জন্য ধন্যবাদ ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

ইখতামিন বলেছেন: আপনার লেখার চাইতে মন্তব্যগুলোই বেশী ভালো লাগলো
+++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ পো্ষ্টটি পড়ার জন্য । আমার লেখায় যদি আপনার চিন্তার একটুও খোরাক দিতে পারে তাহলেই আমার লেখা স্বার্থক । আপনার প্রশংসা শুনে আমি উৎসাহিত হলাম।

শুভ কামনা রইল ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

একজন আরমান বলেছেন:
নাহ রানওয়ে দেখি নি। দেখবো আশা করছি।

আসলে সমস্যা ধর্মে নয়, সমস্যা ধর্ম ব্যাবসায়ীদের নিয়ে। যারা ধর্মকে নিয়ে ব্যাবসা করে থাকেন, আর এদের কারণেই ধর্মকে অনেকে ভুল বুঝে থাকে।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অপর্না হালদার বলেছেন: ঠিক বলেছেন আরমান ভাই । ধর্মব্যবসাহিরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারন মানুষদের ইমোশনালি ব্লাকমেইল করেন । যদি তা না হত তাহলে বাচ্ছু রাজাকার একটি মসজিদের ইমাম হতে পারত না, পারত না ধর্ম জিজ্ঞাসার মত একটি অনুষ্ঠানের প্রধান উত্তরদাতা । তাই সাধারন মানুষদের সচেতন হতে হবে ।...

শুভ কামনা রইল ।
Click This Link

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

তামিম ইবনে আমান বলেছেন: হুম । বুঝলাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অপর্না হালদার বলেছেন: Thanks

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

সাইফুল আলী বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল

যেখানে আপনি নিজেই একটা কট্টর হিন্দু সেখানে ******
থাক আর কইলাম না :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

অপর্না হালদার বলেছেন: চমৎকার সাইফুল আলী সাহেব----- এখানেও ধর্মের গন্ধ পেলেন তাইনা । এই আলোচনার মধ্যেও আমাকে কট্টরপন্থী লেখা পেলেন কোথায ।


আপনার মন্তব্য বা পড়ার জন্য দরকার নেই । আপনি যদি আমার জন্য কিছু লিখতে হয় তাহলে আপনি আপনার নিজস্ব পোষ্টে আমাকে নিয়ে বিশ্লেষন ধর্মী লেখা দিন । কিন্তু আমার পোষ্টে মন্তব্য করার দরকার নেই ।

আপনার কাজ হবে আমার লেখার মধ্যে যে ধর্মীয় কট্টরতা দেখবেন তা আপনি আপনার পোষ্টে লিখবেন । তাহলে দুদিক দিয়ে উপকার হবে ------ ব্লগার বন্ধুরা আমার পোষ্ট কম পড়বে ... যদি কেহ পড়ে আমার পোষ্টে ভাল মন্তব্য দিয়ে ফেলা তাহলে আপনার পোষ্ট পড়ে তা ভুলে যাবে বা ভালোকে আপনার মতানুসারে মন্তব্য করবে ।

সহজ কথা বললাম । আশাকরি ভালো ভাবে বুঝতে পারছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.