নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি খাবার এইতো সময় ।।। শুরু হয়ে গেছেরে ধর্মব্যবসায়ীদের গুষ্টির ষষ্ঠি....... সাঈদীর পোলাসহ গ্রেফতার ৪ ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

















মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীমসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাদেরকে আটক করা হয়।



আটকের পর প্রথমে তাদের উত্তরা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাইক্রোবাস রেখে নিজেদের গাড়িতে করে ডিবি কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় গোয়েন্দা পুলিশ।



সাঈদীর ছেলেসহ আটক ৪

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী জুতারে কয় আলমারি

জামাত শিবিরের জন্ম ১৯৪৩ সালে ভারতের মেওয়াত দেওবন্ধে
আর ইসলামের প্রতিষ্ঠাতা হল স্বয়ং আল্লাহ ।

আমার হক কথা বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ জনসংখ্যা মুসলমান
তাদের ধর্ম ইসলাম । আর ইসলামী চেতনায় আঘাত আসলে
আওমি তন্ত্র ছাগু তন্ত্র সব ধংশ হয়ে যাবে আল্লাহর গজবে ।
বরং যারা অপরাধী তাদের ফাসি হোক জামাত শিবির নিষিদ্ধ হোক
এরা ইসলাম কে তথা আল্লাহর মনোনীত ধর্মকেই পাঁঠার মত
ইসলামী ব্যালট লাগিয়ে ইসলামের ক্ষতি সাধনে রত । এদের বয়কট চাই , রাজাকারের ফাসি চাই ।

ইসলামের বিরুদ্ধে না জেনে না বুঝে কেউ কমেন্ট করবেন না ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ । ইতোপূর্বে আপনার লেখায় আমিও একটি মন্তব্য করেছি ।

সহমত । তবে খেয়াল রাখবেন.... কোন ভন্ড দ্বারা প্রতারিত হচ্ছেন নাতো!!!!!!!!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ভালোরনি বলেছেন: পরিবেশ বন্ধু ভাই আপনারে ভালা পাইলাম। সব রাজাকারের বিচার চাই। জামাতের রাজনিতি বন্ধ হোক। কোনো সমস্যা নাই। আমিও ছিলাম শাহবাগ এ। চিল্লাইছি। গলা এখোনো ভান্গা। কথা কইলে ফেস ফেস করে। সাথে আমি ধর্মভিরুও। দেশ রে ভালোবাসি। রাজাকার ভালা পাই না।

অগোছালো ভাবে বল্লাম। কিন্তু মনের কথা বল্লাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ মনের অবিব্যক্তি প্রকাশ করার জন্য ।



রাজাকারদের রক্ত বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

অপর্না হালদার বলেছেন: সাঈদী বেইমান এবং ধর্ম ব্যবহারকারী প্রতারক

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.