নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানই সকল সংকৃনতা দূর করতে পারে ।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

আমাকে আমার খুব কাছের এক বন্ধু আছে যার নামের আদ্যাক্ষর না দিয়ে শুরু । তিনি প্রায়ই সুযোগ বুঝে খুব আনন্দ আর উৎপুল্লতা নিয়ে সবার মাঝেও আমাকে মালাউন বলে ডাকে । আমি অবাক হই না । মাঝে মাঝে আমিও মজা করে ওকে শ্যাখ বলে মজা করি । এই মজা না করাই ভাল বা এই ধরনের মজা করলেও যে বেশি দোষের কিছু । দোষটা/সমস্যাটা তখনই হয় যখন এটা কেহ মনে প্রানে বিশ্বাস করে । এবার আসা যাক মালাউন শব্দের অর্থের দিক । একজন হিন্দু বা মুসলিম অন্য ধর্মের অনুসারীদেরকে মালাউন বলতে পারে । আরো বিস্তারিত জানতে পারেন । এবার আসেন নোমো আর শ্যাক । গ্রামঅঞ্চলে এখনো শোনা যায় মুসলিমরা যখন কোন হিন্দুরের বাড়ী ইঙ্গিত করেন তখন তারা বলেন নোমো বাড়ী । আবার হিন্দুরা যখন কোন মুসলীম বাড়ী ইঙ্গিত করে তখন তারা বলেন ম্যাক বাড়ী । আর কত কি যে জানার বাকি আছ!!!!!!!!!!!!!!!!!!!! জ্ঞানই সকল সংকৃনতা দূর করতে পারে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.