![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি এখনো হেথায় "
বানরের গলায় যেমন মুক্তার মালা মানায় না
তেমনি করে ফাগুনের দিনে বাদলের ধারা মানা যায় না ।
গরম কালে যেমন খেজুরের তাজা রস পাওয়া যায়না,
তেমন গরম কালে পিঠা পুলি ভালো লাগেনা ।
তবুও বানোর মুক্তার মালা গলে পরবে
ফাগুনের সুরে বাদল ধারা ঝড়বে
খেজুরের রস গরম কালে খাবার জন্য ফ্রিজে পুড়ে রাখবে
গরম কালে চিতই পিঠা খাবে ।
কি সময় আইলো রে আইলো
সম্মান করা যেন ভয়ে পালাইলো,
আমি আছি এখনো সেথায়,
সবাই ব্যাক ডেটেড বললে বলুক হেথায় ।
©somewhere in net ltd.