![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম অনেক রকমই হতে পারে । প্রথম দেখাতেই নমস্কার, ছালাম, আদাব, আসছালামু-আলাইকুম, হরে কৃষ্ণ ইত্যাদি বলা হয়ে থাকে । যার আবিধানিক অর্থে একটু ভিন্নতা থাকলেও মর্মার্থ একই বটে । আমার জানা মতে অনেক গুরুজনদের উপদেশে পেয়েছি প্রথম এই শুভেচ্ছা কারীর প্রতি মহান সৃষ্টিকর্তাও কৃতার্থ থাকেন । এই উপলব্ধি বিশ্বাস করি এবং আজীবন এই বিশ্বাস নিয়েই থাকতে তথা পালন করতে চাই । তবে কৌতহলী মন মাঝে মাঝে প্রশ্ন তুলেই বসে, কতজন প্রবীন ব্যক্তি নবীনদের এই শুভেচ্ছে বা কুশল বিনিময় আগে করেন । অনেকেই করেন তবে পরিমান আনুপাতিক হাবে খুবই নগন্য নয় কি ? এটা বেশি দেখা যায় বিভিন্ন কর্মক্ষেত্রে । কর্মক্ষেত্রে একটু বস হলেই যেন সে তার জুনিয়রদের কাছে দানব হিসেবে পরিচয় দিতেই গর্বানুভব করেন । যারা বস হওয়ার পরেও জুনিয়রদের সম্মানের সাথে প্রথমে শুভেচ্ছা/কুশণ বিনিময় করেন তাদের সকলের প্রতি রইল আমার স্বশ্রদ্ধ প্রনাম/আবাদ/ছালাম । হায়রে মানুষ ।
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই ।.....
©somewhere in net ltd.