![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনে হয় সকলেরই স্বেচ্ছায় কিছুদিনের জন্য অন্ত:নির্বাসনে যাওয়া উচিত । কারন আমাদের প্রতিদিনকার পরিবেশে এতটাই মনোমুগ্ধ থাকি যে, আসল আর নকল আলাদা করে দেখতে পারিনা বা ভুলে যাই । ভুলে যাই বা উপলব্ধি করতে পারিনা, আমার প্রয়োজনীয়তা । কিন্তু মানুষ হিসেবে নিজেকে দেখতে বা ভাবতে হলে এগুলোর প্রয়োজন আছে বৈকি ???!!!!
কিছু কিছু সময় নিজের উপর রাগ বা অভিমান হয় । কারন হিসেবে খুজলে নিজের প্রতি আঙ্গুল যতটা আসে তার চেয়ে আশেপাশের মানুষগুলোর প্রতি অঙ্গুলি নির্দেশটা একটু বেশিই দেখি । আসলেও কিন্তু তাই । অন্যমানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হই । অন্তত আমি হই এটা বলতে আমার কোন দ্বিধা নেই । ধরুন আপনার খুব কাছের কোন মানুষ সর্বদা অন্যকে দেখে দুঃথ অনুভব করে । নিজের অবস্থান চিন্তা না করে যদি সে সর্বদা দুঃখ অনুভব করে এবং এটা বারং বার বলায় যখন ঘ্যানোর ঘ্যারোর পর্যায়ে যায় তখন আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন ???? আমি অনেক সময় নিজের উপর রাগ করে ঐ মানুষটির উপর ঘৃনা করে চুপ হয়ে যাই । মনে মনে ভাবি এমনটাই হবার কথা এবং এটাই আমার ভাগ্য । ধন্যবাদ সকলকে ।
©somewhere in net ltd.