![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষ পাইনা তাই খাইনা,
যদি অফার পাই তবে হারাতে চাইনা,
যে ঘুষ খায় তাকে সবাই ভাল পায়,
মুখে যদিও কেউ কেউ গালি দেয়,
ঘুষের নামকরন অনেকে অনেক দেয়,
ঘুষ নয় ছালামী বলা হয়,
ঘুষ খেলে কত মানুষে উপকার করা যায়,
অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়,
আসলে কে ঘুষ খায়না আজও বুঝি নাই,
দু'চোখে এমন লোক দেখি নাই,
যদি পাই তবে খোজ নিতে চাই,
তার জীবন ঘুষ খাওয়ারও কি সুযোগ আসে নাই,
যদি আসার পরেও সবল ভাবে ঘুষ নাহি খায়,
তবে তাহার প্রতি আমার মনের কৃতজ্ঞতা রাখা যায় ।
ধন্যবাদ সবাইকে ।
©somewhere in net ltd.