নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তায় সংকিত নই আমি ।

১০ ই জুন, ২০১৪ দুপুর ২:১৮

হবিগঞ্জের অস্ত্রসহ বাংকার উদ্ধারে সবাই সংকিত তবে আমি নই । আমি আমার জ্ঞানের ছোট্ট সীমার বাহিরে চিন্তা করতে পারি কম, যদিও চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই । আমি আমার বর্তমান জীবনের কর্মময় সময়ের বেশির অংশই আমার কর্মস্থলে দিয়ে থাকি । তাই কর্মস্থল নিয়েই বেশি চিন্তা করি এবং সার্বিক বিষয়গুলো নিয়েই চিন্তার মাধ্যমে আউরাতে থাকি । কিন্তু তাতে মাঝে মাঝে অবাক হই, বড়দের বুদ্ধি বা চিন্তার নাগাল না পাওয়ার জন্য । আমার কর্মস্থলে বলতে গেলে আমার চেয়ে ছোট মানুষের সংখ্যা নেহাতই কম হবে । তাই আমার চিন্তার পরিধিও কম এটা নির্ধিধায় স্বীকার করে নিতে আমার কোন কার্পন্য নেই । আউট সোসিং এর অর্থ কি বড়দের চামচা বানানোর কোন নিয়োগ প্রক্রিয়া, নিয়মিত কর্মকর্তার চোর সাব্যস্ত করে আউট সোসিং এ নিয়োগ প্রদানকৃতদের সাধু বানানো, কর্মকর্তার ব্যাগ সন্দেহের কারনে চেকিং জোরদার করা, চোর সাব্যস্ত হওয়ার পরও আউট সোসিং এর বহু কর্মচারী চাকুরীচুত্য না করে বহাল তরিয়তে রাখা, অথচ নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের সামান্য অপরাধে শাস্তি প্রদান করা ইত্যাদি । সবতো বলা যাবেনা, যতটুকু সম্ভব বুঝে নিবেন ।

সবচেয়ে বেশি অবাক হই এই কারনে,

বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ অর্থনৈতিক অবকাঠোর ধারক-বাহক'কারী একমাত্র প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন প্রাইভেট প্রতিষ্ঠান । যে প্রাইভেট প্রতিষ্ঠান কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোন তথ্যই সঠিকভাবে যাচাই বাছাই করেন না । এতকিছুর পরও আমি সংকিত নই । বড় বড় কর্মকর্তারা আছেনতো । আমি আর তেমন কে এতকিছু চিন্তা করার । সবাই ভাল থাকবেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.