![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেকে মনটা ভাল রাখার চেষ্টা করেছিলাম, সফলও হয়েছিলাম । সৃষ্টিকর্তা সহায় না হলে আসলে কিছুই মানুষ নিজে করতে পারেনা । বেশি ভাল লাগলো এই চোখ লজ্জ্বাহীন পৃথিবীতে এখনো সত্যিকার ভাল মানুষ আছে-যারা দান করলে কেহ জানতে পারেনা, কারো ভুল ধরিয়ে দিতে বা সংশোধন করতে চুপিসারে তার কানে কানে বলা (এখন কেহ উপদেশ দিলেই দেয় চিল্লাইয়া চিল্লাইয়া, সেখানো কারো ভুল পেলেতো মাইক দিয়ে বলে টাকা না থাকলেও টাকা ধার করে মাইকে বলে), সর্বদা অন্যের মঙ্গল কামনা করা, সকলকে নিয়েই সুখি হতে চাওয়া ইত্যাদি । সেরূপ আমার দৃষ্টিতে আমার শ্রদ্ধেয় জহিরুল ইসলাম স্যার আজ সকালে বাসে বসতেই সে আমার পিছনের সিটে বসে আমায় ডেকে কানে কানে বললো, কোন বিষয় লিখলে বেশি সঠিক করে জেনে লিখাই ভাল, যদিও প্রথম প্রথম লিখছেন তাই এরূপ হচ্ছে, আরও স্টাডি করেবেন, ভাল করবেন । আমার চোখে লজ্জ্বা আর মুখে হাসি পেল । খুব খুশি হলাম স্যার তাহলে আমার পোষ্ট পড়েন এই ভেবে । বেশি খুশি হলাম কারন, আমার এক বন্ধু খুবই কাছের সে কিনা আমার পোষ্ট পড়ে তার দৃষ্টিতে ভুল পেয়েছে বলে সে সরাসরি থ্রেট করে ক্ষমা চাওয়ার জন্য পোষ্টে মন্তব্য করলেন । হায়রে মানুষ, অনুভুতি যদি এমন হয় তাহলে বন্ধুত্বের প্রয়োজনইবা কি । কাছের মানুষগুলোর নিকট থেকে মন্তব্য, সংশোধন বা সংশোজনের জন্য পরামর্শ আশা করা যায়, কিন্তু প্রথমেই থ্রেট আশা করা যায় না, প্রত্যাশাও করি না । তবে আমার দূর্বলাত হলো সেখানে, আমি বন্ধু প্রিয় মানুষ, খুব সহজেই বন্ধুত্ব নষ্ট করা যায় বটে গড়া যায় না । তাই আমি আমার পোষ্টের জন্য নয় আমার বন্ধুত্ব রক্ষায় বন্ধুকে নিজ থেকেই ক্ষমা করে দিলাম । আমি তো শয়তান নয় যে আমার ভুল হবেনা বা হতে পারবেনা । তাই বলে এরূপ মন্তব্য অপ্রত্যাশিত । অনলাইন কমিউনিকেশন'স এর সকল মিডিয়াই কিন্তু প্রচার বা আলোচনা করার জন্য । যারা সমালোচনা শুনতে পছন্দ করিনা তাদের এই সকল মিডিয়ার সাথে না থাকাই ভাল । অনুভুতি সকলটুকু আমার চাই এমন মানুষিকতাকে ধিক্ । আমি ছোটবেলায় একটা লাইন বলতাম, তোমরা ট্রাক চালালে দোষ নাই, আমি সাইকেল চালালেই হরতাল । আমি অন্ধ নই, আমি অসচেতন নই বা অমানুষ নই, আমার মধ্যে উগ্রতা নেই বটে তবে আজন্ম সহ্য করার মানুষিকতাও নেই । পৃথিবীর প্রতিটি মানুষ যদি তার নিজ নিজ ধর্ম পালন করতো তাহলে একটি মানুষের সাথে অন্য একটি মানুষের সাথে মনোমালিন্যও হতো না । বেশির ভাগ মানুষের মানুষিকতা হলো, আমার পরিচিত এবং আমার কলিকও বটে, -- ফারুক, এক ধরনের নয়া নেতাও বটে, তার বিচার হলো, আগে নালিশ করলেই নালিশকারির পক্ষে তিনি থাকবেন । সেই হারামি যার পক্ষে নিয়ে অন্যয় আচরন করেছেন সে এখন এলাকা ছাড়া । সে নাকি পূর্বের এলাকার নামে মামলাও করে গেছেন । এখন আমার মনডা চায় হারামী ফারুকরে বলি, তোমার এত প্রিয় অঙ্গ সে এমন কাজ কেমনে করলো । প্রতি মানুষ সম্পর্কে ভাল করে না জেনে মন্তব্য না করা । প্রতিটি ঘটনার পিছনের ঘটনা জানতে হবে তবেই সমস্যার সঠিক সমাধান করা যাবে । যাই হোক সময়ই প্রতিটি মানুষকে বদলে দেয় । সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলে । সার্টিফিকেট বা অফিসের পোষ্ট দেখেই যদি সব কিছু বিচার করি তাহলে বিশ্ববিখ্যাত ব্যক্তিদের ইতিহাস পড়া আমাদের ব্যর্থ হয়ে যাবে । পৃথিবীতে স্মরনীয় বরনীয়রা বেশির ভাগই মানুষ ছিলেন বটে সার্টিফিকেট ছিলনা অনেকেরই । যদি আমার কথায় কেহ বিরক্ত হয়ে থাকেন তবে সেটা আমার অনিচ্ছাকৃত ।সবাইকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.