![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
"মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত" কথাটি শোনেন নি বা বোলেননি এমন মানুষ হয়তো কমই আছে, কিন্তু কতোজন মানি তার সংখ্যাটা জানার ইচ্ছে হচ্ছে।
উপরের ছবিতে যে মাকে দেখা যাচ্ছে তার কি সন্তান নেই?
থাকলে সেই সন্তানের জান্নাত প্রিয় নয়!
দেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা সহ নাম না জান আরও কতো ভাতা চালু আছে। প্রতি বছরই এই ভাতাগুলোর নামে কোটি টাকা ব্যয় হয়। তবে এই মহিলার কি দোষ?
হ্যা, অনেকেরই সেই ভাতায় দিন চললে না, ভিক্ষা করে। কারণ হতে পারে অনেক, কিন্তু দেশের বৃদ্ধাশ্রমগুলো, সেখানে তো তার জায়গা হবার কথা? সেখানে থাকলেতো ভিক্ষা করার সুযোগ নেই।
আসলেই কি আমরা "মা" দের নুণ্যতম সন্মানটুকু দিতে পারছি?
২৮ শে জুন, ২০১৫ রাত ১০:১৮
আব্দুল্যাহ বলেছেন: আসলেই তাই, গাজী ভাই।
২| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২
জহিরুল ইসলাম কক্স বলেছেন: পারছিনা।যারাওবা পারছে তারা শুধু নিজের মায়ের টা নিয়ে ভেবেই খালাস
০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
আব্দুল্যাহ বলেছেন: মা ভাগ করতে শিখেছি।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
মামুন তালুকদার বলেছেন: মায়ের মত আর কেহ নেই,,,, আমার মা আমার জান,,,,
সবার মা সবসময় ভাল থাকুক এটাই আমার কামনা,,,
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।।।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ সুন্দর বলার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
হত দরিদ্রদের সন্তানেরা মায়াহীন হয়।