নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার সেই "আমার দেশ" ও আজকের "আমার দেশ" রচনা

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

ব্লগ লিখি সাধারণত নিজের জন্য, মনতৃপ্তির জন্য।
আমার গত পোস্ট কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! এর শেষের দিকটা আমদের দেশের নানা সমষ্যা নিয়ে। এখন পর্যন্ত একজনই মন্তব্য করেছেন আর জানতে চেয়েছেন, বর্তমানে "আমার দেশ" নিয়ে রচনা লিখতে হলে কী লিখতাম।
তো আসুন দেখি আমার বর্তমান "আমার দেশ"

সূচনা
আমার দেশের নাম বাংলাদেশ। এটি একদা একটি নদীমাতৃক দেশ ছিল কিন্তু বর্তমানে পানিহীন নালামতৃক দেশ।

প্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট
আমাদের দেশ ভারত নামক শত্রু ও মায়ানমার নামক দুইটি দেশ দ্বারা বেষ্টিত। আগে বছরে ছয়টি থাকলেও বর্তমানে মাত্র তিনটি শীত, গ্রিষ্ম ও বর্ষা। একদা একটি বড় প্রাকৃতিক বনের দাবিদার হলেও তাতে আজ বাঘ নেই বললেও চলে। তবে সেই বনের বাঘের চেয়েও দশ্যু নামক আরেকটি প্রাণী আছে যা খুবই ভয়ঙ্কর।

ইতিহাস
৫২, ৬৯ ও ৭১ সহ আরো নানা দিগন্তকারী ইতিহাসের মালিক এই দেশ। বাঙ্গালী ৫২তে যে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল আজ সেই ভাষা বিলুপ্ত প্রায়। তাতে যোগ হয়েছি হিন্দি ও ইংরেজি শব্দ, যা আমাদের খিচুরির ন্যায়। তবে কতিটা স্বাদজনক তা জানিনা।

৫২এর সৃতিতে বানানো শহীদ মিনার, ধরা হয় সকল শহীদদের আত্বা সেখানে শান্তিতে বসবাস করে। কিন্তু বাস্তবে তা নয়, কারণ সেই এলাকার পরিবেশ আর কোন ৫২এর আমলের লোকের জন্য বসবাস যোগ্য নয়, এখন তারা শান্তিতে নয়, দুঃখে খাদছে আর মুক্তি চাচ্ছে।

৭১এর মহান মুক্তিযুগ্ধের ইতিহাস পাল্টে গেছে। ২০০০ সালের মতো আর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নেই, তেমনি পাল্টে গেছে প্রথম রাষ্টপ্রতিও। যুগ্ধকালে ১০টি সেক্টরের কমান্ডারদের মাঝে কিছু স্বাধীনতার বিরোধী রাজাকার ও পাকিস্তানি এজেন্ট আসে।

উপসংহার
সবাই নিজ দেশকে ভালবাসে, আর এটা ঈমানের অঙ্গ। আমিও নিজের দেশকে ভালবাসতাম কিন্তু এখন বাসিনা কেননা দেশে এখন মুজিব ও জিয়ার ধর্ম চলছে। তাতে কোথাও নিজ দেহসকে ভালবাসার কথা লিখা আছে কিনা জানা নেই।


****
আমার চিন্তাগুলো দিন দিন কেমন জানি পাল্টে যাচ্ছে, মনে হয় পাগল হতে চলেছি। তাই লেখায় কেউ কিছু মনে করবেন না

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

শিপন মোল্লা বলেছেন: রাজনিতিক ভাবে আমি দলকানা হলেও আপনার লিখাটা যথার্থই হয়েছে এটাই আমাদের ইতিহাস হতে চলছে বললে ভুল হবে চলমানই ঘটনা। ভাল চিন্তাশীল দেশপ্রেমিক মানুষদের কান্না ছাড়া আর কিছুই করার নেই ।

আজকে ব্লগ পড়া সেরা লিখা এটা ।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

আমিনুর রহমান বলেছেন:




ভালোই লিখেছেন +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.