![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
"RAY" একটি বিনামুল্যে রক্তদান সংস্থা। যা ২০১২ এর ৪ই মার্চ একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় "IUBAT" এর কিছু ছাত্রের হাত ধরে শুরু হয়। এর পর তাদের চেনা জানা দের মাঝ থেকে কিছুটা বিস্তারিত হয়েছে মাত্র। এদের কোন প্রাতিষ্ঠানিক রূপ না থাকলেও শুধু একান্ত মনোবলের কারণেই আজ পর্যন্ত ১৪১ জনকে রক্ত দিতে পেরেছে।
আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ আমি এই গ্রুপের একজন সদস্য। গত ৭মাস ধরে আমি এই গ্রুপের সদস্য থেকে বর্তমানে কিছুটা দায়িত্বে আছি। আমি যখন এই গ্রুপের দায়িত্ব পাই তখন রক্তদানের সংখা ১১৮। আমার সাথে আগের দুইজন এডমিন ও আমার এক ছোটভাই একসাথে কাজ করছি।
আমার এই অল্প সময়ে আমি নানা অভিঞ্জতার সম্মুখীন হয়েছি। অনেকের ফোন কল পেয়েছি। অনেককে রক্ত দিতে পেরেছি, আবার অনেকের বেলায় কিছুই করার ছিল না। তবে শত ব্যার্থতার মাঝেও কিছু আনন্দের ছোয়া পেয়েছি। গত কয়েকমাস আগে একটি ফোনকল পেয়েছিলাম, একজন পিতা তার প্রথম ও একমাত্র কন্যার জন্য রক্ত খুজছিলেন। জরুরী অপারেশন করার দরকার ছিল, বাচ্চার ভয়স মাত্র ছয়/সাত, রক্তের গ্রুপ এ+। সন্ধা থেকে তিনবার ফোন করেছে, সকাল ৮টার মাঝে রক্ত দরকার, তা না হলে বাচ্চাকে বাচানো যাবে না। আমি সেই বাবার কান্নার মাঝে আমার নাম্বার কোথায় পেয়েছে তাও জানতে পারেনি, সে দিন অনেক খোজার পর একজনকে পেয়েছিলাম কিন্তু তিনিও ৯টার আগে রক্ত দিতে পারবেন না। পরে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু অবাক হলাম পরদিন সন্ধায়। বাসায় ছোট একটা অনুষ্ঠান চলছিল, অপরিচিত নাম্বার থেকে ফোন, ধরতেই এক আনন্দভরা কন্ঠ। কি বলেছিল মনে নেই, তবে তার অনুভুতিটুকু আজও শত ব্যার্থতার কষ্টকে চাপা দিয়ে যায়। আমাদের সেই রক্তদাতাই রক্ত দিয়েছেন, সকাল সাতটায় গিয়ে। অপারেশনও হয়েছে, বাচ্চা ভাল আছে। তারপর দুই দিন খোজ নিয়েছিলাম, সেই ব্যাক্তির নাম্বার আমার ফোনে নেই, কিন্তু যে ভালবাসাটুকু সেদিন পেয়েছিলাম তা চিরদিন মনে গাথা থাকবে।
এ দিক থেকে গ্রুপটির চেয়ে আমার পাওয়া অনেক বেশী। এক কালে রাগ হলেই ফোন বন্ধ রাখতাম আর এখন রাত দুইটায় কোন ফোন এলে আগে সালাম দিয়ে কথ বলি। কারণ আমার ঘুমের এই সময়টুকু কারো জন্য অনেক মুল্যবান।
আপনাদের মাঝে যারা রক্ত দেন বা রক্ত দানে ইচ্ছুক, তাদের "RAY" এই গ্রুপে যোগ দেবার অনুরোধ করব। অনেকেই আছেন যারা রক্ত দানে ভয় পান, তাদের বলব একবার দিয়ে দেখুন, খারাপ লাগলে দিয়েন না। আমি বিস্বাস করি, একবার যখন কাউকে রক্ত দানের পর তার আপনজনদের চেহাটা দেখবেন, যে ভালবাসাটা [পাবেন তা পেতে আপনি আবারও রক্ত দিতে চাইবেন। কথাটা অন্যরকম লাগতে পারে, কিন্তু আমার জানা এমন চারজন ডোনার আছে যারা আমায় ফোন দইয়ে জানতে চায় কোথাও রক্ত লাগবে নাকি। তারা সবাই বি+, তাদের হাতেই রেখেছি। কারণ দেশে হাজারও বি+ ধারী থাকলেও, সময়ে পাওয়া কঠিন।
যদি কখনো কারো রক্তের দরকার হয় তবে দুইটি নাম্বার দিচ্ছি যোগাযোগ করবেন। প্রতুস্রুতি দেব না, কিন্তু কথা দিতে পারি আপনার জন্য চেষ্টার কোন কমতি থাকবে না।
০১৭৫৫৬১৯০৩১-আব্দুল্যাহ
০১৬৭৪৮৯৮৭৫৮-শাওন
ফেসবুকে যোগাযোগের জন্য
Group- RAY
Page- RAY
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০২
আজকের বাকের ভাই বলেছেন: জেনে বড় খুশি হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬
একনীল বনসাই বলেছেন: "IUBAT" এর ছাত্র থাকা অবথায় আমি রক্তদান করেছি এথন সময়ের অভাবে দিতে পারিনা,মনে রাখলাম "RAY" এর কথা । আগিয়ে যাও শুভ কামনায়