নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

"আরিফ-মান্নান-বুলবুল বরখাস্ত, নূর হোসেন বহাল!" আজব দেশে আছি আমরা?

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৬

সকাল বেলায় প্রথম আলো হাতে নিয়েই খবরটি দেখলাম, "আরিফ-মান্নান-বুলবুল বরখাস্ত, নূর হোসেন বহাল!"। সিলেটের মেয়র আরিফ, গাজিপুরের মেয়র মান্নান আগেই সাময়িল বরখাস্ত হয়েছেন, এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে বরখাস্ত হয়েছেন রাজশাহীর মেয়র বুলবুল।
অবাক হলেন, হতেই পারেন, কারণ ধারাবাহিকতায় পদোন্নতি হয়, বরখাস্ত নয়। কিন্তু এই তিনজন হয়েছেন, আর কারণ তারা সবাই বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিল। যেখানে গত মাসের নব-নির্বাচিত মেয়রদের সরকার প্রধান নিজেই অভিনন্দন জানিয়েছেন, আহব্বান করেছেন দেশকে এগিয়ে নেবার। সেখানে বিএনপির তিন মেয়রকে বরখাস্ত করা আসলেই ক্ষমতার অপব্যবহার।

তাদের নামে নির্ধারিত কোন মামলা নেই। তারা সবাই গত জানুয়ারীতে বিএনপি জোটের সহিংসতায় মদদ দেবার অপরাধে দন্ডিত। তারা যে এসব ঘটনায় সরাসরি জড়িত ছিল এমনও নয়, তাদের জড়িত থাকার বিষয়টি শুধুমাত্র একটি ধারণা। বিএনপিপন্থী হয়ে বিএনপির পক্ষেই কাজ করতে পারে, শুধু পারে না কিছু করবেই। অন্যায় করলে বিচার হবে, হোক কিন্তু তা অপরাধীর। কখনো কোন দলীয় ব্যাক্তির নয়।

তাদের বরখাস্তের বিষয়টি আগেই জানতাম, তারা যখন থেকে মামলার আসামী হয়ে পলাতক হয়েছেন তখনই ভেবেছিলাম তাদের টেকার সম্ভাবনা নেই। জেনেও চুপ ছিলাম, কারণ কেউ কখনো গ্রেফতার এড়ানোর জন্য লুকিয়ে থাকতে পারেনা. সরকার, বিচারক, পুলিশের উপর তাদের আস্থা না থাকতেই পারে, কিন্তু সব জানার পরও তারা তাদের এলাকার দয়িত্ব নিতে আগ্রহী ছিলেন, জনগন তাদের ভোট দিয়ে জয়ী করেছে, এখন তারা কোন অবস্থাতেই চুপ করে পালিয়ে থাকতে পারে না। তাদের উচিৎ সামনে এসে আইনি লড়াই লড়া, নিজের বুক উচিয়ে চলা। যদি না পারে তবে তাদের কখনোই আর নির্বাচন করা উচিত নয়, যারা সময়মতো জনগনের পাশেই থাকতে পারে না, তারা আবার নেতা। নরম বিছানায় শুয়ে গরম কম্বল গায়ে দিয়ে নেতার কোন দরকারই নাই, তাতে দেশ যাক না, যাক রসাতলে।

যেখানে শুধু সহিংসতায় সাহায্যের সন্দেহ, তাও তাতে বিএনপি ও বিএণপি জোটই ছিল এমন নয়। সে সময় বোমা হাতে যুবলীগ কর্মীও ধরা খেয়েছে। সেই মামলায় যখন তিন মেয়র বরখাস্ত হতে পারে তখন সাত খুনে সরাসরি জড়িত, বিনা পাসপোর্টে বিদেশে(ভারতে) আটক নূর হোসেন তার নিজ পদে কিভাবে ও কেন বহাল থাকে?

অনেক কথা হলো আমাদের রাজনৈতিক নেতাদের নিয়ে। আপনি কি জানেন তারা আমাদেরই একজন!
তবে তারা আমাদেরই কেউ? কথায় আছে জনগন যেমনটি চায় সরকারও তেমন হয়। হয়তো আসলেই আমরা এমনটিই চাইছি, সে হিসাবে সরকার আমাদেরই প্রতিবিম্ব।

নিজের প্রয়োজনে জংুন। তাই বলে আমি আপনাদের আওয়ামী-সরকার বিরুদ্ধে দাড়াতে বলছি। শেখ হাসিনার সরকার অনেক ভালো কাজ করেছে ও করছে। আপনারা দাড়াবেন অন্যায়ের বিরুদ্ধে, সেটা যেই হোক না কেন।
আসুন অন্যায়ের প্রতিবাদ করি, একটি সুস্থ দেশ গড়ি। যেখানে আমাদে সন্তানেরা থাকবে, আমাদের মা-বোনদের নিরাপত্বার দায়িত্ব নেবে সবাই।

*যারা জাগতে চান না, তাদের জন্য এই পোস্ট টি নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.