নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

সাবাস পুলিশ! (রাস্তায় না গিয়ে ডিএপমি বিছানায় ডাকা হতো তবে মনে হয় তারা খুশি হয়ে ফুল আর মিষ্টি নিয়ে যেত)

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ছোট বাচ্চদের বইয়ের পাতায় ও পুলিশি বইয়ে পাওয়া "পুলিশ মানুষের বন্ধু", কিন্তু বাস্তবে কি তাই?

বৈশাখী উৎসবে ঢাবির টিএসসিতে নারীর বস্ত্রহরণের ঘটনার পর থেকেই তা নিয়ে কথা বলেছেন অনেক জনই। শুধু বিপরীতে কথা বলেছেন আমাদের দেশের উচ্চ আসনে বসে থাকা ব্যাক্তিরা। সরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাটিতে কোন বস্ত্রহরণই হয়নি বলেছেন, সুর মিলিয়েছিলেন ঢাবি উপচার্য নিজেও। কথা বলতে দেখা যায়নি নারী আন্দোলনে লিপ্ত দেশী-বিদেশী কোন প্রতিষ্ঠানকে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শুরু থেকে যারা কথা বলছে তাদের মাঝে অন্যতম "বাংলাদেশ ছাত্র ইউনিয়ন"। কিন্তু ফল? কিছুই পাওয়া যায়নি।

নানাভাবে নানা পদক্ষপেন নেবার পরও এখন পর্যন্ত গ্রেগতার করা হয়নি কাউকে। ফেসবুকসহ নানা মাধ্যমে ঘটনার ছবি ও জড়িতদের চিহ্নিত করে দেওয়া হলেও নেওয়া হয়নি কোন আইনি পদক্ষেপ। বরং আন্দোলনকারীদেরই পোহাতে হচ্ছে নানা ঝামেলা। আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর পক্ষে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ প্রমান করেছে তারা কতোটা বন্ধুত্বপূর্ণ।

কর্মসুচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গিয়েছিল ডিএমপি উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলতে, কেন এক মাসেও চিহ্নিত লম্পটগুলোকে গ্রেফতার করা হলোনা তা জানতে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাস্তায় আন্দোলন করলে পুলিশ এসেছিল, কথাও বলেছে কিন্তু তাদের ফিরে যাবার বিষয়ে। না ফেরায় যা হলো তার কিছু খণ্ডচিত্র দেখুন






যে দেশে কোন আন্দোলনের ঘোষনা আসলেই, ছাত্রলীগ রাজপথ দখল করে জনগনের নিরাপত্বার নামে। সরকার দলীয় কারো উপর হামলা হলে পুলিশ কুক্তার মতো ছুটে আসামী ধরার জন্য।
* সে দেশেই আমাদের বোনদের বুকে হিংস্র থাবা বসালো যারা তাদের ধরতে কোন পদক্ষেপ নেই।
* যেখানে শাহবাগে গন জাগরণ মন্চকে পুলিশি পাহারা দেওয়া হয়, সেখানে কী কারণে আজকের এমন বর্বোচিত পুলিশি হামলা।
* কী কারণে রাবার বুলেট, টিয়ার গ্যাস!

তবে কী পুলিশ শুধু এক মহলেরই বন্ধু?
জনাব পুলিশ প্রধান,
কেন, যে বোনটির বুকে হাত দিয়ে সেদিন জানোয়ারগুলো মজা লুটেছিল তার বাবার ট্যাক্স দেয় বলেই আপনারা বেতন পান। যে নারীর শাড়ি খুলে নেশায় মক্ত হয়েছিল কিছু কুত্তা তার স্বামীর বেতন থেকেই আসে আপনার বেতন।

আপনারা কবে নিজের দায়িত্ব পালন করবেন?
যেদিন আপনার মেয়েকে এই কুত্তাগুলো রাস্তার মাঝে ফেলে খাবলে খাবে সেদিন?
যেদিন আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনেই বিবস্ত্র করে তার বুকে কামড় বসাবে কেউ?

সেদিনই বুঝবেন একজন পিতার কষ্ট, একজন স্বামীর কষ্ট। যেদিন আপনার চাকরি থাকবে না বা আপনি কোন কারণে আপনার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। আর একদল কুত্তা আপনাকে বেধে বা ধরে রেখে আপনার সামনেই আপনার মেয়ের বুকে হাত দিবে, আপনার স্ত্রীকে বিবস্ত্র করবে। আপনার সামনেই আপনার মেয়েকে খুবলে খাবে, মনে রাখবেন সেদিন আপনিই বিচার পাবেন না। কারণ আজ যাদের বাচানোর জন্য এতো নাটক, সেদিন তারা আরো বেশী থাকবে, আর আপনার পাশে কেউ না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৩৫

এন জে শাওন বলেছেন: হুম পুলিশ এক পক্ষের ই বন্ধু তবে পক্ষটা ক্ষমতার সাথে পরিবর্তিত।

১০ ই মে, ২০১৫ রাত ১১:২৯

আজকের বাকের ভাই বলেছেন: আশা রাখি, তারা একদিন সব পেড়িয়ে আসলেই জনগনের বন্ধু হবে।

২| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৪৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ঘুটে পুড়ে গোবর হাসে . পরের লাইনটা নাই বলি

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

আজকের বাকের ভাই বলেছেন: বলেই দিতেন। কারণ পরের লাইনটা আমি জানিনা।

৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পোলাপানদের দুষ্টুমি! অপরাধ হতে যাবে কেন?” এই দেশে সবকিছু দুষ্টুমিই হয়।
দিনদুপুরে নারীর শাড়ি-ব্লাউজ ধরে পোলাপান টান মারলে দুষ্টুমিই হয়’।
কয়েকদিন আগের খবর ‘কক্সবাজারের উখিয়ায় বাবা কর্তৃক ১১বছরের কন্যা শিশুকে ধর্ষণ’!
পত্রিকাগুলি খালি দুর্নাম করে! এই আবার ধর্ষণ হতে যাবে কেন? দুষ্টুমিই তো! ‘মেয়ের সঙ্গে বাবার দুষ্টুমি’।
এখানে জীবন্ত মানুষ গুম করে ফেললে দুষ্টুমি হয়, প্রকাশ্যে-দিবালোকে কুপিয়ে হত্যা করলে দুষ্টুমি হয়।
হারিয়ে যাওয়া কোনো মানুষকে ফিরে পেলে তাকে নিয়ে সবাই দুষ্টুমিই করে।
দুষ্ট শেয়ার বাজারে দুষ্টরা দুষ্টামি করে,রঙ্গভরা বঙ্গ দেশে সব কিছুতেই দুষ্টামি,

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আজকের বাকের ভাই বলেছেন: আপনার সাথে এর আগে পরিচয় হয়নি(মনে হয়)।
ধন্যবাদ এমন একটি সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.