![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
যখন কেউ নিজেকে নাস্তিক ভাবে,হঠাত করে সে রাতারাতি নিজেকে বিজ্ঞানীদের দলে মনে করে ৷ মনে করে, ওদের দলটা চাঁদে গিয়েছে, পারমানবিক বোম বানিয়েছে, ঈশ্বর কণা আবিষ্কার করেছে, প্রাণের রহস্য উদঘাটন করেছে, ডিএনএ ইত্যাদি প্রযুক্তির সব উৎকর্ষ তার দলই সাধন করেছে ৷ সে এই দলেরই একজন ৷
অতএব, সে হল নিউটনের মতই বিজ্ঞানমনষ্ক, আইনস্টাইনের মতো বুদ্ধিমান, ডারউইনের মতো গবেষক ৷
এই লোকটাই গতকাল পর্যন্ত বাঙ্গালীর সকল দোষগুনে গুনান্বিত ছিল, কিন্তু হঠাতই সে ধার্মিকদের ব্যাকডেটেড, গোঁড়া, বাঙ্গালী সংকীর্ণমনা মনে করা শুরু করে ৷ আর নিজেকে আধুনিক মনে করা শুরু করে ৷
তাকে আমেরিকার নাসাও কোন সনদ দেয় না ৷ এপিজে আবুল কালামও তাকে ফোন করে না, সহকর্মীও মনে করে না ৷
এমনকি, নিজ দলের আধুনিক মানুষও মনে করে না ৷ মূলতঃ কোন বিজ্ঞানী কোন কালেই বলেনি, কোন মানুষ নাস্তিক হলেই সে বিজ্ঞানী কিংবা নিদেন পক্ষে আধুনিক, প্রগতিশীল, কিংবা বিজ্ঞানমনষ্ক হয়ে গেল ৷
তবুও সদ্য নাস্তিক হওয়া মানুষটি নিজেকে মনে করে, সে এবার জাতে উঠে গেছে ৷
সে নিজেকে মনে করে ফেসবুকের বিপ্লবী আর মনে মনে মহাজ্ঞানী, বন্ধুমহলে যদিও তাকে সবাই মিচকে শয়তান কিংবা ভ্যাদাইম্মা মনে করুক ৷
পাড়ার ছেলেরা তাকে টিটকারী করুক, তার সাথে মজাই নিক না কেন ৷
যদিও সে মেট্রিকে থার্ড ডিভিশন, ইন্টারে টেনেটুনে পাশই হোক ৷ তবুও সে নিজেকে ভাবে মহাবিজ্ঞানী ৷
নাস্তিক কেউ যখন বানান শুদ্ধ দূরে থাক,সঠিক ব্যাকরণে দু' লাইন লিখতেজানে না, তখন মনে হয়, এসব ছাগলগুলো নিজেকে বিজ্ঞানী না ভেবে যদি স্কুলে যেয়ে লেখাপড়া শিখতো, কতই
না উন্নত মানুষ হতে পারতো!
আর আমরাও যেন নাস্তিক শিক্ষক, লেখক, কলামিষ্ট, কবি, অভিনেতা, শিল্পীদের খুব জ্ঞানী মনে করি ৷ উনারা ফেবুতে ইসলামরে দুটো গালি দিয়েই বিজ্ঞানী আর বিজ্ঞানমনস্ক হয়ে যায়…!!
©somewhere in net ltd.