![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
২০১৪ সালে এফডিসি তে Atn বাংলা চ্যানেলের একটা অনুষ্ঠানে মিল্লাতিয়ানদের সাথে অংশগ্রহন করেছিলাম ৷
সেখানে যহরের নামাজ শেষে বাহির হয়ে চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ কে দেখেছিলাম ৷ একটা সাদা লুঙ্গি, সাদা শার্ট পরা এবং হাতে একটা সিগারেট নিয়ে যাচ্ছিলেন! আমরা সালাম দিয়েছিলাম তিনি কোন উত্তর দেননি ৷ মনে হলো, তিনি না শুনার ভাঁন করেছেন ৷
তাছাড়াও আমরা হুজুর তাই, এদেশের একশ্রেণীর সংস্কৃতি মনা আমাদের ঘৃণা করে, বাঁকা চোখে তাকায়, ঠাট্টা-উপহাস করে লজ্জা দিয়ে উনাদের মনের জ্বালা মিটায় ৷ আমি অবশ্য ইনাকে ঐরকম কিছু মনে করি না ৷ হয়তো, অনেক ব্যাস্ত অথবা অন্য কিছু নিয়ে চিন্তিত তাই হয়তো সোজা চলে গেছেন ৷ পরে শুধু চেয়ে দেখেছি কথা বলার সাহস হয়নি ৷
তার ব্যাক্তিগত জীবন কেমন তা সম্পর্কে আমার কোন ধারনা নেই তবে তার সিনেমা জগৎ সম্পর্কে সবাই কমবেশি জানি ৷ ভালো অভিনেতা ছিলেন ৷ আমি ছোটবেলায় চুরি করে টিভি তে সিনেমা দেখতাম হয়তো তখন দেখেছি ৷
৮-১০ বছর হলো বাঙলা সিনেমা দেখা হয় না ৷ বাঙলা সিনেমা কেউ দেখলে পুলাপান তাকে ক্ষ্যাত বলে ৷
অভিনেতা মিজু আহমেদ জীবনে বাঙলা সিনেমায় অসংখ্য বার মরেছেন কিন্তু সত্যিকারের একবার-ই মরলেন ৷ যেখান থেকে আর কোনদিন ফিরে আসবেননা! তার আত্নার মাগফিরাত কামনা করি ৷
যা-ই করেন না কেন, জীবন যেহেতু আছে মরতে হবে নিশ্চয়— كل نفس ذائقة الموت
ফিরে যেতে হবে মহান আল্লাহর দরবারে— انا لله و ان اليه راجعون
©somewhere in net ltd.