![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
সেদিন আমাকে বলল ; দোস্ত, তোর বউ মানে আমার বউ আর আমার বউ তোর ভাবি…
আমি : 'এটা কেমনে কি, আমার বউ তোর বউ আর তোর বউ আমার ভাবী হবে ক্যান? আমি মানিনা, তোর বউও তাহলে আমার বউ!'
:'ওরে বাকী, তুই লুচু, আসলেই তুই লুচু মিঞা ! আরেকজনের বউয়ের দিকে নজর দিস!' :-D
হায়রে মানুষ ! অধিকার চাইতে গিয়া চরিত্রহীন বানাইয়া দিলো :-
আবার একটু পর টিএসসি তে শিবসেনার বড় ভাইয়ের সাথে দেখা:
-ভাই শুনলাম ভাংচুর করলেন কিন্তু কেন??
:শুনিস নি, চারুকলা অনুষদের ক্যান্টিনে তেহরীতে গরুর গোস্ত !!! সাহস কত???
: ক্যান ভাই, আপনি জানতেন না এটা সার্বজনীন উৎসব???
এখানে মূর্তি থাকবে, গরুর গোস্তও থাকবে তবেই না অসাম্প্রদায়িক হবে ৷
: ওরা জানে না এখানে অন্যধর্মালম্বীরাও আছে??
-ভাই এটাতো সার্বজনীন উৎসব....
: ধূর ব্যাটা! গরুর গোস্ত তো শুধু মুসলিমরা খায়।।
- ভাই, এটাতো সার্বজনীন উৎসব। আপনি ক্যান বার বার এখানে সাম্প্রদায়িকতা টেনে আনছেন??
: আমি কই সাম্প্রদায়িকতা করলাম?? ওরাইতো গরুর গোস্ত দিয়া অন্যের ধর্মানুভুতিতে আঘাত করলো।
-তো ভাই মূর্তি দিয়ে তো মুসলিমদের অনুভূতিতে ও আঘাত হইছে!!
: ওই বেকুব, এটাতো সার্বজনীন উৎসব, মূর্তিতো থাকবেই.......
-তাইলে গরুর গোস্ততে প্রবলেম কি???
: চুপ থাক গংগী......
তুই আসলেই একটা গংগী....
[সো, তোর বউ মানে আমার বউ আর আমার বউ হলো তোর ভাবি…
আমার মূর্তি সার্বজনীন আর তোর গরুর গোস্ত সাম্প্রদায়িক!]
আচ্ছা, সবাইকি আমারে নরম পেয়েছে?? যার যেদিক দিয়ে মন চায় বাঁশ দিয়ে যায় !! :'(
১৩ ই মে, ২০১৭ রাত ৮:০২
এবিএম বাকী বলেছেন: জ্বী ভাই । ঠেলার নাম বাবাজি ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪
ওমেরা বলেছেন: জী শক্ত হন দেখবেন সবাই আপনাকে জী হুজুর জী হুজুর করবে ।