![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
অনামিকা, এই দুঃসময়ে তুমি আমার পাশে নেই । তুমিও কি তাদের মতো যারা সুসময়ে পাশে থাকে বিপদে উড়ে যায় । জানি তোমার কাছে আবেগের কোন স্থান নেই । তবুও তো মানুষের জীবনে আবেগ আসে এটাই সত্য । আবেগ আসে, আবার আবেগ চলে যায় শুধু স্মৃতি রেখে যায় । সেই স্মৃতি গুলো চাইলেই মুছে ফেলা যায় না ।
অনামিকা, আবেগ কি সত্য, সেকি বাস্তবের মত? বেচেও মরা নাকি বিরহের ক্ষত ।
বিবেক কি ভুল, নাকি চির সত্য?
জানো, আবেগ হলো মিথ্যা, গতকাল আবেগে একটা কবিতা লিখেছিলাম । আজ পড়ছিলাম আর হাসছিলাম । কি একটা ঘোরের মধ্যে ছিলাম? এসব কি লেখেছি? মানে গতকাল যা সত্য মনে হয়েছে আজ তা মিথ্যা...
আবেগ হলো ভোরের কুয়াশার মত যা শুধু দুর্বা ঘাষেই সু্ন্দর । কেউ যদি ধরতে চায় তাহলে নিমিষেই ঝরে পড়ে যাবে ।
আবেগ পরিবর্তনশীন, কিছু আবেগ মিথ্যা অনুভূতি ছাড়া কিছু নয় ।
'অনুভূতি বদলায় অনামিকা, কখনো কখনো ভালোবাসা ঘৃণায় রুপান্তরিত হয়'
বিবেক হলো সত্য । সত্য প্রায় সময় তেতো হয়, জীবনে সত্য মেনে নিতে যারা পারেনা তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় । হতাশায় ভুগে । সত্য কখনো বদলায় না অনামিকা, গতকালও যা আজও তা.. কিন্তু যখন মিথ্যা আবেগ আসে তখন বিবেক যেন মরে যায় । সে নিজেও জানে না , সে কি করছে ! অদৃশ্য মায়া, ঘোর, মোহ তার বিবেকের দরজা বন্ধ করে দেয় । যদি সে ভুল মানুষের কবলে পড়ে যায়, তাহলে সে পথ ভুলে বিপথে চলে যাবে....
©somewhere in net ltd.