![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
মোল্লা নাজিম ভাই ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে পীস টিভি এবং জাকির নায়েকের পক্ষে কথা বলতেন, আমি দেখেছি তিনি কাউকে ভয় পেয়ে সত্য বলা থেকে পিছ পা হন না । এবছর আমি মোল্লা ভাইয়ের সাথে ঢাকা থেকে যশোর পর্যন্ত টানা দুইদিন সফর করেছি । খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে । আজ আমাদের সহীহ আকিদার ভায়েরা মোল্লা নাজিম ভাইকে ব্যাক্তিগত বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়ে যাচ্ছেন ।
ইকামাতে দ্বীনের ব্যাখ্যা নিয়ে মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যের বিপক্ষে যুক্তিসংগত ব্যাখ্যা দাড় করানোর জন্য তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে একটি মহল ।
মোল্লা নাজিম ভাই কখনো মাদানি সাহেব কে ব্যাক্তিগত আক্রমন করবেন না কারন কিছুদিন আগে মাদানি সাহেব গাড়ি এক্সিডেন্ট করলে তিনি ফেসবুকে পোষ্ট দিয়ে সমবেদনা জানিয়েছেন ।
ভিন্ন মতের আলেমদেরকে যথেষ্ঠ সম্মান করেন তিনি । যখন কোন আলেম বিপদে পড়ে তখন নিজের কথা না ভেবে ছুটে যান তিনি ।
মতিউর রহমান মাদানি বহু বছর ধরে বাংলাদেশের আলেমদের নিয়ে নাক গলাচ্ছে । এমন ভাব যেন বাংলাদেশের কেউ আলেমই না । সে জ্ঞানের পাহাড় নিয়ে বসে আছে । এমন কেউ নেই যে, মতি: মাদানির সমালোচনা থেকে রেহায় পেয়েছে । তার মানে সে যা ভাবে তাই সঠিক আর বাদ বাকি সব বাতিল ?
গোঁড়ামির তো একটা সীমা আছে! ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কত বড় আলেম ছিলেন অথচ স্যারের ভিতর বিন্দু মাত্র অহংকার বা গোঁড়ামি খুঁজে পাইনি ।
সৌদি রাজতন্ত্রের এসির নিচে থেকে ঐরকম সবাই লেকচার ভিডিও করে ইউটিউবে দিতে পারে । সারা বিশ্বের সব ইসলামী দল এবং নেতাদের বিরুদ্ধে তার বক্তব্য আছেই । এমনটা আর কত সহ্য করা যায় ?
শায়খ মোল্লা নাজিম ভাই প্রতিবাদ জানানোর পর মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার সাহেব খুব যুক্তিপূর্ণ স্পষ্ট, মার্জিত ভাষায় বেশ কয়েকটা পোষ্ট দেন । এরপর দেখলাম, উনার ভিডিও ক্লিপ কেটে কেটে অর্থ বিকৃত করে প্রচার চালাচ্ছে ।
মাওলানা ফখরুদ্দিন আহমাদ, আল্লামা তারেক মনোয়ার, শাইখ নাসির উদ্দিন হেলালী সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই সহ অধিকাংশ আলেমরা এ বিষয়ে বোঝাচ্ছেন ।
এরপরেও বলব এখতিলাফ থাকবেই, সাহাবাদের যুগেও ছিল কিন্তু মতপার্থক্যের জন্য একজন অন্যজনকে হেয় করা, গালি দেয়া বন্ধ হোক ।
আমি যেসব আলেমদের নাম বললাম তারা সকলেই যখন পিস টিভি এবং জাকির নায়েকের পক্ষে বলতেন তখন সহীহ আক্বিদার ভাইয়েরা খুব ভালো বলেছেন হঠাৎ তারা এত খারাপ হয়ে গেল কেন ??
©somewhere in net ltd.