![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
এভাবেই কিছুদিন চলতে থাকলো, তারপর বুঝলাম সেও আমার মতো অনুভব করে কিন্তু বলতে পারে না । দিন যতই যেতে থাকলো ততই আমাদের সিরিয়াসনেস বেড়ে যেতে থাকল । বিষয়টা এতদিনে রিলেশনশীপে পরিণত হল । এই সম্পর্কের না আছে সামাজিক স্বীকৃতি আর না আছে ধর্মীয় বৈধতা । এক কথায় বলতে গেলে অবৈধ সম্পর্ক ।
আমি মনে প্রাণে চেষ্টা করছি, এখান থেকে বেরিয়ে আসতে । বিকালে সিদ্ধান্ত নিলে, রাতেই তা বদলে যায় । সংকীর্ণ জীবন যাপন করছি । সারাদিন মাথায় শুধু সেতু ঘুরঘুর করে । সম্পর্কের প্রথমে পড়াশুনা ভাল গেলেও এখন কিন্তু বইতে বেশি মনোযোগ নেই । বই খুললেই সেতুর ছবি বের হয়ে আসে । তারপর ২ মিনিটের কথা ভেবে মোবাইল নিয়ে ২ ঘন্টা চ্যাট, কথা বলা । আমার গার্লফ্রেন্ড মানে প্রেমিকা আবার খুব কেয়ারিং করে ।
'এই সোহেল, খাইছো?'
এই সোহেল, নামাজ পড়ে আসো।'
'পড়তে বসো, বন্ধুদের সাথে আড্ডা বেশি দিবানা ।'
এসব আমার মিষ্টিই লাগতো । একদিন বিকালে বন্ধুদের সাথে মেয়েদের হলের সামনে গেলাম । যা দেখলাম তা বলার মতো নয় । দু'চোখে শুধুই অন্ধকার দেখছি । আমি সেতু কে আমাদের এক বড় ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল অবস্থায় গল্প করতে দেখলাম । দেখেও না দেখার ভাঁন করে সোজা হলে চলে আসলাম ।
গল্প: প্রেম অতঃপর বিয়ে.. (অসমাপ্ত)
লেখা: আব্দুল্লাহ আল বাকী
©somewhere in net ltd.