নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

লেখা ও কবিতা চুরি- আমাদের করণীয় (কিছু কবিতা চোরের নাম ও ফেসবুক আইডি জেনে নিন)

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

বর্তমান অনলাইন যোগাযোগ ব্যবস্থায় অন্যের লেখা ও কবিতা চুরি মহামারী আকার ধারণ করেছে। অনলাইনে আপনার লেখা প্রকাশের দ্বারা সহজেই তা দেশ ও দেশের বাইরে নিজ ভাষাভাষী সকলের কাছে পৌঁছান যায়, যা একটা বিরাট সুবিধা। অন্যদিকে লেখার এই ভার্চুয়াল যাত্রাপথে চোরেরা ওঁৎ পেতে বসে থাকে- যা একটা বিরাট অসুবিধাও বটে! এমনই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েই এই লেখার অবতারণা।

ব্লগে যারা লেখে, আমি শতভাগ নিশ্চিত যে এটা তাদের একমাত্র পেশা নয়। লেখালেখির প্রতি তাদের গোপন আবেগ আর ভালবাসার কারণে শত ব্যস্ততার মধ্যেও এখানে সময় দেয়। তাদের প্রত্যেকের মনেই একটা স্বাধীন চারাগাছ আছে এবং তারা সেটারই যত্ন নেয়। অথচ এই লেখা চুরি করে যখন কেউ তার ফেসবুকে অথবা অন্য কোন ব্লগে নিজের নামে প্রকাশ করে তা নিতান্তই বেদনাদায়ক। কেই বা আর নিজের সন্তানকে চুরি হতে দিতে চায় বলুন। তবু নির্লজ্জ আর লুটেরা মনোবৃত্তির কিছু লোক আপনার আমার লেখা চু্রি করে মানুষের লাইক আর বাহবা নিচ্ছে দেদারসে।

ব্লগে আমি লিখি সাকুল্যে আড়াই মাসের মত। প্রথমে লেখা শুরু করি bangla-kobita.com এ, আর এই ব্লগে এক মাসের কিছু কম সময়।যদিও আমি কবিতা লিখি আরও আগে থেকে। আমার দুটি কবিতার বই আছে- বৈরাগ্য আমার বিপ্লব(২০০৩) এবং এপ্রান্ত আমার(২০০৬)। তো somewhereinblog এ যোগ দিয়ে একদিন মোঃ জুমান নামের একজনের একটা কবিতা দেখে আঁতকে উঠলাম। প্রয়াত কবি আবুল হাসানের ‘ক্লাশ ভর্তি উজ্জ্বল সন্তান’ নামের একটি কবিতা ব্লগে তিনি নিজের নামে ছাপিয়ে বসে আছেন। এছাড়া কবি হেলাল হাফিজের কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ থেকে একটি কবিতা (কবিতার নাম সম্ভবত ‘বাম হাত তোমাকে দিলাম’) ঐ লোক নিজের নামে প্রকাশ করেছেন।আমি অভিযোগ দিলাম আর মনে মনে প্রমোদ গুনলাম। এত বিখ্যাত কবিদের কবিতার এই অবস্থা! ভাবলাম ব্লগে কবিতা না লেখাই বোধ হয় ভাল ছিল। আগের মত কবিতা জমিয়ে রেখে একটা বই ছাপালেই হতো!

ব্যস্ততার কারণে ব্লগে বসার সময় খুব একটা পাই না। তারপরও ভাবলাম ব্লগে যে কয়টা কবিতা দিয়েছি তার কি অবস্থা দেখতে হবে। বাংলা-কবিতা ডট কমে প্রতিটি কবিতার সাথে দুটো অপশন আছে-‘গুগলে সার্চ দিন’ আর ‘ফেসবুকে সার্চ দিন’। আমি আমার সব কবিতা সার্চ দিলাম। তাতে দেখলাম আমারও বেশ কয়েকটি কবিতা চুরি হয়ে গেছে। শুধু চুরি বললে কম বলা হয়- একেবারে গণচুরি! চুরি যাওয়া প্রতিটি কবিতাই একাধিক ব্যক্তির ফেসবুকে শোভা পাচ্ছে।শুধু আমার নয় বিভিন্ন জনের ভাল ভাল লেখা ও কবিতা দ্বারা তাদের ফেসবুক যথেষ্ট সমৃদ্ধ। আমি কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভাবতে লাগলাম কি করা যায়! ব্লগে লেখা ছেড়ে দেব ভাবলাম। বেশ কয়েক দিন চিন্তা করে পরে সিদ্ধান্ত নিলাম পিছু হটবো না- বরং চোরদের সাথে যুদ্ধ চালিয়ে যাব। ব্লগের সবাইকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে দেখা যাক কি হয়। এক্ষেত্রে ঠিক করলাম কিছু করণীয়। তবে এক্ষেত্রে এডমিন মহোদয়, ব্লগার বন্ধুদের সহযোগীতা একান্তভাবে কাম্য।

করণীয়ঃ
***এডমিন মহোদয়কে প্রতিটি লেখার সাথে দুটো অপশন রাখতে হবে- ‘গুগলে সার্চ’ এবং ‘ফেসবুকে সার্চ’। তাহলে আমরা সার্চ দিয়ে সহজেই জানতে পারব লেখাটি কোথায় কোথায় আছে।
***তবে এর আগ পর্যন্ত ব্লগার বন্ধুরা আপনাদের লেখার কয়েকটি লাইন কপি করে নিজের ফেসবুকের সার্চ অপশন থেকে সার্চ দিন। যেহেতু চোররা এগুলো ফেসবুকেই বেশী ব্যবহার করে থাকে- লাইক আর সস্তা প্রশংসা পাওয়ার জন্য। তবে গুগলে সার্চ দিয়ে সঠিকভাবে সাইটগুলো পাওয়া যাবে না সম্ভবত। আমি অবশ্য ভাল আইটি এক্সপার্ট না, আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
***যদি অন্যের ফেসবুকে আপনার কোন লেখা পাওয়া যায় তাহলে তার (চোরের) ফেসবুকের টাইম লাইনে কমেন্টের ঘরে আপনার বক্তব্য লিখুন। লেখা বা কবিতা যে আপনার তার প্রমাণের জন্য আপনার ব্লগের লিংক দিন। তবে অধিকাংশ ক্ষেত্রে তার পাতায় আপনি কমেন্ট লিখতে পারবেন না, যেহেতু এটা অনেকে ফ্রেন্ডদের জন্যই ওপেন রাখে। এক্ষেত্রে চোরকে একটা মেসেজ দিয়ে দিন যাতে সে আপনার লেখা অপসারণ করে। বলুন নতুবা আপনি তার সকল FB ফ্রেন্ডদের চুরির কথা জানাবেন।
***আপনার লেখা অপসারণ না করলে আপনি একটি কমন মেসেজ লিখে তার যত বেশী সম্ভব বন্ধুদের চুরির কথা জানান। যারা ঐ লেখা পড়ে লাইক বা কমেন্ট করেছিল তাদেরকে অবশ্যই মেসেজ দিবেন। তবে প্রমাণস্বরূপ আপনার ব্লগের লিংক দিতে ভুলবেন না, যাতে তারা চাইলে আপনার মূল লেখা পড়তে পারে।
***আবারও চাইব এডমিন মহোদয়ের সহযোগীতা। কারণ লেখা ও কবিতা চুরির প্রবণতা রোধ করতে তাদের সহযোগীতা একান্ত ভাবে কাম্য। বাংলা-কবিতা ডট কমের এডমিন মহোদয় ‘কবিতা চোর’ নামে একটি ফেসবুক লিংক দিয়ে রেখেছেন। কেউ কবিতা চুরির বিষয়ে তথ্য দিলে তিনি সত্যতা নিরূপণ সাপেক্ষে ঐ চোরের নাম, ফেসবুক লিংক ইত্যাদি পেজে আপডেট করেন। এখানেও তাই করা যেতে পারে। তবে আমার মত হলো, আলাদাভাবে ফেসবুকে ঢোকার চেয়ে ব্লগেরই একপাশে দৃষ্টিগোচর হয় এমন স্থানে তা উপস্থাপন করা। যেন ব্লগে ঢোকা মাত্রই তা সকলের দৃষ্টিগোচর হয়। চোরেরাও ব্লগে ঢুকে যেন নিজ নাম দেখে লজ্জিত হয়।
***যতদিন না এডমিন মহোদয় এ ব্যবস্থা করতে পারছেন ততদিন আমরা সপ্তাহে একদিন এসব চোরের নাম ও ফেসবুক আইডি আপডেটসহ ব্লগে একটা পোষ্ট দিতে থাকবো।
আশা করা যায় সবার কাছে আর বন্ধুমহলে অপমানিত হতে হতে চোরেরা একসময় শুধরে যাবে।

কিছু চোরঃ
নিচে যেসব কবিতা চোরের নাম দিলাম তারা অনেকের লেখাই চুরি করেছে বলে আমার ধারণা। তবে আমার কয়েকটি কবিতার কথাই এখানে উল্লেখ করলাম। কবিতার নাম, চোরদের নাম ও ফেসবুকের লিংক নিচে দেয়া হলোঃ

১। কবিতাঃ ‘সুন্দরবন জাদুঘরে’। এই কবিতাটি http://www.bangla-kobita.com/achirhttp://www.somewhereinblog.net/blog/ACHIR উভয় ব্লগেই প্রকাশিত। একাধিক ব্যক্তি ফেসবুকে এই কবিতা পোস্ট করছে। এরা হলো-
1.Nirjhor Masum : কবি সুকান্ত আঠার বছর বয়সকে স্তুতি করে কবিতা লিখেছিলেন। আর এই ছেলে আঠার বছরেই হয়েছে চোর। Link: https://www.facebook.com/prence.masum.3?fref=nf
2. Ershad Nabil Khan: কাট-পিচ সমৃদ্ধ এক উৎকৃষ্ট পেজ এটি। তবে আমার কবিতাটি তিনি এখন মুছে ফেলেছেন। কারণ আমি মেসেজ দিয়ে এর তিনজন ফেসবুক ফ্রেন্ডকে (যারা কবিতাটি নিয়ে কমেন্টস দিয়েছিল) চুরির কথা জানিয়ে ছিলাম। তাতেই একটু ফল পাওয়া গেল। Link: Click This Link
3. Abir Chowdhury: Click This Link
4. Mehedi Hasan Ridoy: ফেসবুকে সার্চ দিলে এর নাম দেখায়, ৫ আগস্ট সকাল ৯.২৩ এ কবিতাটি পোস্ট দেয়া হয়েছে। তবে পেজের টাইম লাইনে কোনো উপায়ে তা হিডেন করা আছে। আমি খুঁজে পাচ্ছি না। Link: Click This Link
5. MD Toko: https://www.facebook.com/md.toko.1
6. Travelia BD: ইনি খন্ডিতভাবে কবিতাটি পোস্ট করিছেন। ‘চিড়িয়াখানায় তো সকল প্রজাতির প্রাণীই আছে/তাই বলে কি সুন্দরবন?’- এখান থেকে তিনি পোষ্ট করেছেন। Link: https://www.facebook.com/travelia.bd?fref=nf

২। কবিতাঃ ‘নবজন্ম’। এই কবিতাটি http://www.bangla-kobita.com/achirhttp://www.somewhereinblog.net/blog/ACHIR উভয় ব্লগেই প্রকাশিত। চারজন তাদের ফেসবুকে কবিতার মালিকানা দাবি করছে। এরা হলো-
1. Moshfe Qul Alam: https://www.facebook.com/moshfequlalam1?fref=nf
2. Ahmad Jubayer: Click This Link
3. Koushik Mishra: https://www.facebook.com/koushik.mishra.750
4. Muhammad Mijanur Howlader: https://www.facebook.com/alif.howladar?fref=nf
5. Zamir Uddin: https://www.facebook.com/sumaiya.jomir [ইনি মুশফিকুল আলম থেকে শেয়ার করেছেন]

৩। কবিতাঃ ‘ভালোবাসা নীতি চাই’। এই কবিতাটি http://www.bangla-kobita.com/achir (তারিখঃ০৪-০৬-২০১৬) এবং
http://www.somewhereinblog.net/blog/ACHIR (তারিখঃ৩১-০৭-২০১৬) উভয় ব্লগেই প্রকাশিত।
নিচের ব্যক্তিরা তাদের ফেসবুকে এটা পোষ্ট করেছে-
1. Mas Mynul Islam: https://www.facebook.com/masmynul.islam?fref=nf
2. Md Mutasim Mahdi Sohag: ইনি একজন ঈমানদার(!) চোর। কেন বললাম? ঘুরে আসুন নিচের লিংকে। আমার এই কবিতার সর্বাধিক ব্যবহার করেছেন ইনি।ইনি বিভিন্ন অনলাইন গ্রুপের সদস্য, যেমনঃ কওমী অনলাইন বিপ্লব, টক মিষ্টি ঝাল, বন্ধু মহল BONDHU MOHOL, Wonderful Bangladesh, ছেলে vs মেয়ে, >*নির্ভীক কাফেলা , Evergreen Bangladesh- প্রতিটি Facebook এ তিনি কবিতাটি পোস্ট করেছেন। Link:https://www.facebook.com/mdmutasimmahdisohag.sohag?fref=nf
3. Mohammad Faisal: Click This Link

৪। কবিতাঃ আজো আমি স্বপ্ন দেখি। এই কবিতাটি http://www.bangla-kobita.com/achir ব্লগে প্রকাশিত হয় ০৭-০৬-২০১৬ এ।
নিচের ব্যক্তিরা তাদের ফেসবুকে এটা পোষ্ট করেছে-
1. Md Jahid Jobayer Siddik: Click This Link
2. Suman Sorkar: Click This Link
3. Supriyo Biswas: https://www.facebook.com/supriya.biswas.100

৫। কবিতাঃ কী ছিল। এই কবিতাটি http://www.bangla-kobita.com/achir ব্লগে প্রকাশিত হয় ১২-০৬-২০১৬ এ।
নিচের ব্যক্তিরা তাদের ফেসবুকে এটা পোষ্ট করেছে-
1. Lujan Jsr: https://www.facebook.com/lujan.jsr
2. Rahul Hasan Noyon: https://www.facebook.com/ameakta.pagol?fref=nf
3. Geboner golpoজীবনের গল্প: Click This Link

আমার দুটি কথাঃ
যারা আমার কবিতাগুলো চুরি করেছে, অসৎ উদ্দেশ্য থাকলেও এক অর্থে তারাও আমার পাঠক। তাই তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা বলার আছে। আমি খুব জানি আমার এই কবিতাগুলোর তেমন কোনো সাহিত্যমূল্য নেই। সাহিত্যাকাশে এগুলোর স্থান হয়ত হবে না। তারপরও এখানেই আমার প্রাণ। তোমরা যারা লেখা ও কবিতা চুরি করছো তারা প্রত্যেকেই বয়সে নবীন। নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার ইচ্ছা তোমাদের আছে। কিন্তু তা যেন চুরির মত হীন কাজ না হয়। তোমরা নিজেরাও লিখতে পার। তবে তার আগে নিজেকে কিছুটা তৈরি করে নিতে হবে। মনের জানালা সব খুলে দিতে হবে। আর সেটা সম্ভব একমাত্র বই পড়া অভ্যাসের মাধ্যমে। আমরা যারা ঢাকায় থাকি তাদের অনেক সময় চলে যায় রাস্তায় জ্যামে বসে থেকে। অথচ সেই সময় তোমরা মোবাইলে গেমস্ খেল নতুবা ফেসবুক চালাও। কিন্তু আমি বলব এসময় তোমরা পড়। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ- যা ভাল লাগে তাই পড়। একেকটা বই তোমার মনের একেকটা জানালা খুলে দিবে। নতুন জীবনানুভূতি তৈরি হবে। তোমাকে ভাবতে শেখাবে, তারুণ্যকে জাগতে শেখাবে। তাই এসো আমরা সবাই ‘বাস রিডার’ হই। ত্রিশ লাখ শহীদের রক্তে যে মাটি ভেজা সে মাটির উপর দাঁড়িয়ে আমরা সত্য আর নির্মল মানুষ হই। নষ্ট মানুষের স্রোতে আমরা ভেসে না যাই। আমাদের কাছে এটুকুই দেশের চাওয়া।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চুরি করে বাহবা নেওয়া? বাহ! বাহ! এসব চোরদের অপমান করে অনলাইনে মুখোশ খুলে দেওয়া উচিৎ।

২| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: বিবেক শূন্য মানুষ !!

৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৬

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ভাই তাদের নামে কোন কপিরাইট মামলা করা যায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.