নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রগতিশীলদের কল্যাণে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৮



খোলনলচে পাল্টে এই বাংলা সাজবে অদ্ভুত সাজে!
অদ্ভুত সব মানুষ দেখবে অদ্ভুত তাদের চলনবলন
অদ্ভুত তাদের বাচনভঙ্গি অদ্ভুত তাদের জীবনাচরণ...
তবু কিছুই তখন অদ্ভুত ঠাওরাবে না জানি,
সবাই দেখবে ইতিবাচক আর প্রগতিশীলতার দৃষ্টিতে।

প্রগতিশীলদের কল্যাণে একদিন আমরা ইতিবাচক মানুষ হব-
আর যখন আমরা ইতিবাচক মানুষ হবো
তখন আমাদের কোনো নির্দিষ্ট বাড়ি থাকবে না-
বাড়িতে বউ থাকবে না, সন্তান থাকবে না
মা-বাবা তো থাকবেই না
(বুড়োবুড়িরা সব থাকবে বৃদ্ধনিবাসে)
আমরা তখন অভ্যস্ত হবো লিভ টুগেদারে...
আর সমকামী বিয়ে বৈধতা পাওয়ায়
কেউ কেউ তার স্বাদও পাবো!

প্রগতিশীলতার কল্যাণে এদেশে একদিন
ধর্মহীনতার মোড়কে থাকবে সব সুবিধাবাদী লোভী
বিকৃত চাহিদার মানুষ, পাড়ায় পাড়ায়
থাকবে না আর মসজিদ মন্দির প্যাগোডা গির্জা!
প্রাথমিক আর মাধ্যমিকে ধর্মশিক্ষা বইয়ের বদলে
অন্তর্ভুক্ত হবে অবশ্য পাঠ্য সেক্স গাইড,
প্রতিটি ছাত্রীর ব্যাগে থাকতেই হবে জন্মবিরতিকরণ পিল!

প্রগতিশীলদের কল্যাণে অবশ্যই একদিন এদেশেও
নগ্নতার ফ্যাশন শো হবে,
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা অনেক ব্যস্ত থাকবে
ব্লু-ফিল্ম তৈরির মহৎ কাজে-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে পর্ণোস্টাররা
আর চ্যানেলগুলো তা সম্প্রচার করবে বিরতিহীন!

প্রগতিশীলতার কল্যাণে একদিন আমরা
প্রকাশ্যে মদ পান করতে পারবো যেখানে-সেখানে
অস্ত্রের লাইসেন্স পাবে আঠারো ঊর্ধ্ব সবাই-
মাতাল যুবকেরা ব্র্যান্ড নিউ গাড়ী তুলে দিবে
ফুটপাতে ঘুমন্ত মানুষের বুকে,
অস্ত্র উচিয়ে গুলি করবে সব জঞ্জাল আর হাভাতে-কে।

প্রগতিশীলতার কল্যাণে একদিন মানুষের
স্বাধীনতা হয়ে যাবে অবারিত সীমাহীন-
মহল্লায় মহল্লায় থাকবে নাইটক্লাব ড্যান্সক্লাব বার কত কী;
মানুষকে উৎকৃষ্ট প্রগতিশীল হতে হলে
আমদানি যে করতেই হবে নষ্ট আদর্শ আর নষ্ট সংস্কৃতি!


[ প্রেমের কবিতারা এসেছে ফিরে/শব্দশিল্প প্রকাশনী
স্টলঃ ৪৩৬-৪৩৭ (সোহরাওয়ার্দী উদ্যান)]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

আছির মাহমুদ বলেছেন: আমাদের এই সময়টা বড় কঠিন বক্র আর অসুন্দর!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.