নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বেজন্মা

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:২১


চিৎকার করে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে-
‘বাংলাদেশ কেন বারবার বেজন্মাদের হাতে পড়ে?’

আমাদের কোমলমতি শিশুদের পিটিয়ে রক্তাক্ত করে যে বেজন্মারা,
সেই বেজন্মাদের জন্ম দিল কোন্ বেজন্মারা??

স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের চারপাশে
ঘুরঘুর করতো কিছু বেজন্মা। যারা বঙ্গবন্ধুকে অন্ধকারে রেখে
নিজেরা লুটপাট করে খেয়েছে, অথচ বদনাম হয়েছে বঙ্গবন্ধুর!
একাত্তরে সাতকোটি মানুষের চোখের মনি এক নেতাকে ৪ বছরের
মধ্যে দেশবাসীর কাছে করে তুললো অপ্রিয়। আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের
পর বেজন্মাগুলো ভিড়ে গেল অন্য দল ও সরকারে। কারণ ক্ষমতা ছাড়া
বেজন্মাদের কোনো দল নাই।

এখন আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে
ঘুরঘুর করছে বেশ কিছু বেজন্মা। এই বেজন্মাগুলা নিজেরা লুটপাট করছে,
টাকার পাহাড় গড়ছে, ক্ষমতার দাপট দেখাচ্ছে, ধরাকে সরা জ্ঞান করছে,
বেফাঁস কথাবার্তা বলে দলের আর দেশের বারোটা বাজাচ্ছে, মানুষের জীবন
নিয়ে ছিনিমিনি খেলছে, জনমনে ক্ষোভ তৈরি করছে- অথচ প্রধানমন্ত্রীকে
বোঝাচ্ছে ‘সারে জাহাসে আচ্ছা’! যেকোন ভাবেই হোক প্রধানমন্ত্রী এইসব
বেজন্মা দ্বারা পরিবেষ্টিত- যারা জনগণের ভাষা কখনোই পড়তে পারে না।
তবে ৭৫’ পরবর্তী এদেশের রাজনীতিতে যে গুনগত পরিবর্তন সাধিত হয়েছে,
তাতে প্রধানমন্ত্রী হয়তো দু’একটি রাজনৈতিক কুত্তা পালতে বাধ্য হতে পারেন।
কিন্তু শিকল হাতে কুত্তার মালিকই যেন কুত্তাকে চালাতে পারে- কোনভাবেই যেন
কুত্তা তার মালিককে চালাতে না পারে তা খেয়াল রাখতে হয়। নতুবা সমুহ
বিপদ। যে বিপদ হাড়ে হাড়ে টের পাচ্ছে এদেশের জনগণ।

ঐতিহাসিকভাবেই এই বেজন্মা কুত্তাগুলা বাংলাদেশেই থাকে। ১৭৫৭ তে নবাব
সিরাজ-উদ-দৌলার সাথে বেঈমানি করেছে, ১৯৭৫ এ বঙ্গবন্ধুর সাথে
বেঈমানি করে এখন জমা হইছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে।
কিন্তু এইটা আমি বুঝি না, দুই একটা কুত্তাকে উস্টা দিয়া মন্ত্রিত্ব থেকে
সরাইলে কী বা ক্ষতি হয় দলের? অন্তত জনগণের সমর্থন কমে না, বরং
বাড়ে।

তাই চিৎকার করে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে-
‘বাংলাদেশ কেন বারবার বেজন্মাদের হাতে পড়ে?’

***ছাত্রদের আন্দোলনে slang শব্দ দেখে কয়েকজন বেশ নাখোশ!
আমার মনে হয়, বাচ্চারা মায়ের পেট থেকে এগুলো শিখে আসে নাই,
আমার আপনার বা এই সমাজ থেকেই শিখছে। আর কিছু কিছু ক্ষেত্রে
সবই জায়েজ। হেলাল হাফিজের একটা কবিতার (নামটা অবশ্য মনে নেই)
দুটো লাইন এরকমঃ
“ আমিও গ্রামের পোলা
চোতমারানি গালি দিতে জানি”

ধন্যবাদ সবাইকে!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০২

সচেতনহ্যাপী বলেছেন: এরা ছিল, আছে এবং ভবিষ্যতে ও থাকবে!!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

আছির মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন। যে যায় লংকায় সেই হয় রাবণ...
ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

রঞ্জন রয় বলেছেন:

আবর্জনা গুলো কবে সরবে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

আছির মাহমুদ বলেছেন: দেশপ্রেমিক ঝাড়ুদার যখন ক্ষমতায় বসবে!!!

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

ছাত্রটিকে যে ৩ কুকুর কামাড় দিচ্ছে সেই এক কুকুরের পরিচয়।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

আছির মাহমুদ বলেছেন: বুঝতে পারলাম, সে একজন হাতুড়ি লীগের সদস্য!!!

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বড় ভয়ঙ্কর। হাতুড়ি---- ও মাই গড।
দিনের বেলা কুপিয়ে মেরে ফেলা কোনো ব্যাপারই না।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

আছির মাহমুদ বলেছেন: বড্ড খারাপ সময় যাচ্ছে দেশের!!

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: শেষের ছবির সোর্স দিতে পারবেন? কোন পত্রিকার? অনুগ্রহ করে? বাচ্চাকে পুলিশ ধরেছে যেটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.