নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল মাখলুকাতের বিবেক লাগে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭


আশরাফুল মাখলুকাত হতে গেলে
দুটো হাত লাগে দুটো পা লাগে
খাঁড়া শক্ত একটা মেরুদণ্ড লাগে
উন্নত মস্তিষ্ক একটা মাথা লাগে
দুটো চোখ কান লাগে নাক লাগে
সবাইকে বিমোহিত করার মতো
বাকপটুতা লাগে...

আধুনিক আশরাফুল মাখলুকাতের
একটা স্মার্ট ফোন লাগে
ফেসবুক আইডি লাগে
১৪০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট লাগে
চার চাকা না হলেও অন্তত
দুচাকার একটা মোটর বাইক লাগে
ভালো ব্যাংক ব্যালান্স লাগে
ক্রেডিট কার্ড লাগে চাইনিজে খাওয়া লাগে
যমুনা ফিউচার পার্কে শপিং করা লাগে
ফি বৎসর কক্সবাজার সেন্টমারটিন যাওয়া লাগে
ঘন ঘন সেলফি তুলে আপলোড দেয়া লাগে...

দেশবরেণ্য আশরাফুল মাখলুকাতের
কানাডা অস্ট্রেলিয়ায় কয়েকটা বাড়ি লাগে
একাধিক প্রাডো মারসিডিস বেঞ্জ লাগে
গার্মেন্টস ব্যবসা লাগে ব্যাঙ্ক-বীমা লাগে
প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে দান করা লাগে
মন্ত্রীদের সাথে দহরম মহরম লাগে
মিডিয়া কাভারেজ লাগে,
স্যুট টাই পরা একপাল ভেড়া লাগে
কিছু গুরুত্বপূর্ণ চামচা মোসাহেব লাগে
ঋণখেলাপি দরবেশ হওয়া লাগে...

কালজয়ী আশরাফুল মাখলুকাতের
রক্ত রাজনীতি রমণীর সাথে নিরন্তর খেলা লাগে!
সংসদে একটা আসন লাগে
সংবিধানের দোহাই লাগে
শুল্কমুক্ত গাড়ী লাগে
সুইস ব্যাংকে অ্যাকাউন্ট লাগে
বেশ্যা স্বভাবের কিছু বুদ্ধিজীবী লাগে
কুকুরের মতো হিংস্র ছাত্র সংগঠন লাগে
প্রভুভক্ত পুলিশ আর চাটুকার আমলা লাগে
জাগ্রত জনতার মাথা-পা ভাঙ্গতে হাতুড়ি লাগে...

এই বাংলাদেশে-
আশরাফুল মাখলুকাত হতে এখন শুধু বিবেক লাগে না!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

বলেছেন: সহমত , বিবেক লাগে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

আলআমিন১২৩ বলেছেন: নতুন সংগা। ভালো লাগলো।ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

আছির মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

মো:ছাব্বির আহমদ বলেছেন: ঠিকই লিখেছেন, এখন বিবেক লাগেনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ সনেট কবি!

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২

নজসু বলেছেন: যুগ যামানা হিসেবে মন্দ বলেননি ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

আছির মাহমুদ বলেছেন: যামানা খারাপ হ্যায়...
ধন্যবাদ!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আমার বেশ পছন্দ হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই! শুভেচ্ছা নিবেন...

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

নীল আকাশ বলেছেন: বেশ সুন্দর কবিতা। অর্থবহ । আমার বেশ পছন্দ হয়েছে।
দেশে এখন বিবেকের বড়ই অভাব।
সবই আছে শুধু বিবেক নাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য!
বিবেক ব্রেক ফেল করেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.