নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমিক

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

দেশপ্রেমিক- ১
দেশপ্রেমিকের স্বভাব অনেকটা এখন
হয়ে গেছে কাকের মতন...
চোখ বুজে গোগ্রাসে আবর্জনা গিলে খায়
আর কা-কা-কা করে অবিরাম!
কেউ কেউ আছেন মহান দেশপ্রেমিক
উটের মতোই বালুর ভিতর মাথা গুজে
সুরক্ষিত বলয়ে থেকে নির্বিবাদে কাটিয়ে দেন
বিধ্বংসী ঝড়ের তাণ্ডব!

দেশপ্রেমিক- ২
সৎ মানুষ নিপাত যাক!
যুদ্ধলব্ধ যা- সেতো গনিমতের মাল
ওরা সব লুটেপুটে খাক।

শেয়ারবাজার দরবেশদের পকেটে থাক...
ব্যাঙ্ক-বীমা দেউলিয়া হয়ে যাক...
গচ্ছিত সোনা সব তামার রূপ পাক...
খনির কয়লা নিমেষেই হাওয়ায় মিলাক...

আমার সোনার বাংলায়-
কোনো রকম সততার উৎপাত
সহ্য করা হবে না কিছুতেই!

সৎ মানুষ নিপাত যাক!
সৎ মানুষ নিপাত যাক!

##দেশপ্রেমিক/২০১৯##

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কিছু না বলে, পারলাম না!!!!!!

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

আছির মাহমুদ বলেছেন: কিছু না বলে অনেক কিছু বলার জন্য ধন্যবাদ!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৎ মানুষ নিপাত যাক!
যুদ্ধলব্ধ যা- সেতো গনিমতের মাল ওরা সব লুটেপুটে খাক।

.............................................................................................।।
মহা প্রলয় কি আসন্ন ?

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

আছির মাহমুদ বলেছেন: তারপরও ভালো কিছুর প্রত্যাশায় বেঁচে থাকি...
ধন্যবাদ!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ প্রেমিক হতে হবে।
দেশ প্রেমিক হবার সবচেয়ে সহজ উপায় হলো- নিজের দায়িও যথাযথ পালন করা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

আছির মাহমুদ বলেছেন: দেশপ্রেম ঈমানের অঙ্গ! অথচ ঈমানদাররা আখের গোছাতে ব্যস্ত! ফলে দেশপ্রেম পরাস্ত...

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর সুন্দর

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

আছির মাহমুদ বলেছেন: ধন্য ধন্য ধন্যবাদ

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেশপ্রেমিক ! (কবিতা) নূর মোহাম্মদ নূরু
এমন দেশপ্রেমিকে গেছে দেশটা

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনার চমৎকার কবিতার লিঙ্ক দেয়ার জন্য...
এদেশে অবস্থা এমন হয়েছে যে, দেশপ্রেমিক দাবীদার লোকরাই দেশের ক্ষতি করে বেশি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.