| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমার বন্ধু সহ নিউমার্কেটে গিয়েছিলাম ।উদ্দেশ্য একটা ফোন কেনা,গেলাম এক নামী ব্যান্ডের শোরুমে ।ফোন কেনা শেষে চেক করার সময় দেখলাম ফোনের ইয়ার ফোন নাই।বন্ধু তখন বলে উঠলো এত দামি ফোন আর ইয়ার ফোন নাই।সঙ্গে সঙ্গে ডেস্কে বসে থাকা সদা হাস্যজ্জ্বল সেলস ম্যান বলে উঠলো এটা দামি বলছেন?
আমি তো কিংকর্তব্যবিমূঢ় যে এক মাসের বেতন দিয়ে এক ফোন কিনলাম তাও তাদের কাছে এক সস্তা সেট ।মনে হয়েছিল তার বেতনটা জিজ্ঞেস করি? কিন্তু ভদ্রতার খাতিরে বললাম না । তারপর ও এতুটুকু বললাম বাংলাদেশের পেক্ষাপটে একটু বেশিই। কিন্তু তার কথায় সে অনড় মনে হচ্ছে বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র! আর এর নাগরিক ও ধনী! আসলেই কি বাংলাদেশর নাগরিকগণ আর্থ-সামাজিক ভাবে এত উন্নত হয়েছে? না শুধুই মেকি?
নাকি আমিই শুধু গরীব?
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১
আদিল নাঈম বলেছেন: আপনাকেও ধন্যবাদ । আমি এই জন্য অবাক হয়েছি যে তাদের কাছে ৩৫ হাজার টাকা তেমন কিছু না! তাও নাকি সেটি বেশ সস্তা?
২|
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫
ভাইয়ু বলেছেন: এমন ঘটনা অহরহ ৷বাঙালির পোদ্দারি বেশি ৷
ব্লগে শুভেচ্ছা ও শুভকামনা রইলো...
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১
আদিল নাঈম বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সঠিক বলেছেন।
৩|
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০
কাওসার চৌধুরী বলেছেন: শুভ ব্লগিং
১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪
আদিল নাঈম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০
রাকু হাসান বলেছেন: শুধু আপনি না এমন লোকের অভাব নেই বাংলাদেশে । শুভ ব্লগিং ,সামুতে স্বাগতম । ফুলেল শুভেচ্ছা নিবেন
