নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adil

Adil › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দল আন্দোলন বন্ধ করুন:

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪



যা পরিস্থিতি তা নিয়ে রামায়ন মহাভারত বা নিদেনপক্ষে একটি মহাকাব্য লিখে ফেলেও কিছু বাকী থেকে যাবে । অতীতের মিথ্যাচার বা সুখ শান্তির গল্প, এবস্ট্রাক্ট দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্বের একঘেয়ে বিষাদ ঘ্যানঘ্যানে তত্ত্বকথায় মানুষের পেট ভরেনা । ক্ষমতায় টিকে থেকে মধুপের লালসা মেটাতে মানুষ হত্যা করতে যারা বিন্দুমাত্র দ্বিধা করেনা তাদের বিরুদ্ধে প্রতিরোধের বিকল্প কিছু নেই । এই ভাবে দেশের জনগণকে হত্যা করতে করতে ৫ জানুয়ারী পর্যন্ত টিকে থাকাইতো লক্ষ্য ? তারপর শুরু হবে নিধনযজ্ঞের দ্বিতীয় পর্ব । এটা আমার দেশ নয় , পুকুরে লাশ , ডোবা নালা খেতেখামারে ,রাস্তায় চাটাইয়ে আমার ভাইয়ের মৃতদেহ রেখে আমি চুপচাপ সুশীল সেজে আপনাদের অপকর্মের বৈধতা দিতে পারিনা । হত্যা , গুম , দেখামাত্র গুলি , বাড়ী বাড়ী ঢুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে ছাদ থেকে ফেলে দেয়া বুলডোজার দিয়ে বাড়ীঘর গুড়িয়ে দেয়া কোন বিবেকের কাজরে । আমার ঘামের দামে অর্জিত পয়সায় যার অন্ন সংস্থান হয় সেই আমার প্রাণ সংহার করবে । পৃথিবীর কোন বিচারে এটা সমর্থন করবেনা , সেটাও আমাদের বিবেচ্য নয় । এখন একটাই কথা প্রতিরোধ করতে হবে । হ্যাঁ আমি সজ্ঞানে সব কিছু নিজ দায়িত্বে বলছি ।

আপনাদের অন্যায়ের লুটপাটের অপরাধের দলীয়করনের চুরীর ডাকাতির প্রতিবাদ করলেই সেই একঘেয়ে ঘ্যানঘ্যানে যুদ্ধপরাধীর বিচার বানচালের চেষ্টা বলে বলে এপর্যন্ত এসেছেন । আপনাদের নিজেদের সততা নিষ্ঠা দেশাত্মবোধ আমাদের জানা আছে । এসব শব্দেরা কুণ্ঠিত হয় লজ্জিত হয় আপনাদের মুখনিঃসৃত হলে , লজ্জা কুণ্ঠা আপনাদের কখনই হবেনা । যারা ক্ষমতায় যাবার স্বার্থে একটি রাজনৈতিক দলের সাথে একত্রে মাঠে কাজ করেন , সেই দলের নেতাদের মন্ত্রীর পদে ভূষিত করেন সেই দলটিই আবার সময়ের পরিক্রমায় যখন আপনাদের নিষিদ্ধের তালিকায় ওঠে তখন প্রশ্ন ওঠে আপনারা কেন নিষিদ্ধের তালিকায় নেই ? আর বিচার !! হা হা বিচারের নামে যত গুলো প্রহসন করেছেন তাঁর একটি করলেই বিচার পালিয়ে যায় , আবার ন্যায় !! এরা বৈধতা পেয়েছে আপনাদের কারনে , জনগন বৈধতা দেয়নি । আর কে বৈধ কি অবৈধ তা আমাদের ঠিক করতে দিন । সে সাহস কতটুকু অবশিষ্ট আছে জানা যায় যখন গোটা একটা সরকার গঠন হয়ে যায় জনগণকে পাশ কাটিয়ে , হাস্যকর ভাবে একটি ভোটও না দিয়ে । এটা এই আধুনিক সভ্য দুনিয়ায় সবচেয়ে হাস্যকর প্রতারনার ইতিহাস হয়ে থাকবে ।

আর নির্বীর্য বিরোধী দল বেতনের টাকা সংসদ থেকে না উঠালে চলেনা , কেন এখনও সংসদে বহাল থেকে তাদের অপকর্মের দায় নিচ্ছেন । আপনাদের উচিৎ এই মুহূর্তে পদত্যাগ করে আন্দোলন প্রত্যাহার করা । সরকারের সব পদক্ষেপ মেনে নেয়া এবং জনগনের কাছাকাছি থাকা । দেশের সম্পদ ও প্রানের রক্ষাকর্তাদেরই কোন ভ্রুক্ষেপ নেই তখন এই সম্পদ আর প্রাণ রক্ষা করা আপনাদেরই কর্তব্য হয়ে দাঁড়ায় । জনগণকে ট্রাস্ট করুন , রাজনীতি কার জন্যে করেন ? আর এই মেনে নেয়ার কারন হবে শুধুমাত্র মানুষহত্যা বন্ধ করা ।যে উন্মাদনায় সরকার ভুগছে সে একই উন্মাদনায় যদি আপনাদেরও পেয়ে বসে দেশ জলেপুড়ে ছাই হয়ে যাবে । তারপরও যদি সরকার এই অকারন মানুষ হত্যা অব্যাহত রাখে তার জবাব জনগন নিজ হাতে দেবে । কেননা রক্তের ঋণ রক্ত ছাড়া শোধ হয়না । আপনাদের অযথা শক্তি ক্ষয় হচ্ছে , বলছিনা যে আপনারা হেরে যাবেন । কিন্তু আপনারা যতক্ষনে জিতবেন ততক্ষনে দেশ হেরে যাবে ।

তালিকা করুন পুলিশ বিজিবি র‍্যাব আমলা ব্যবসায়ীদের মধ্যে অতি উৎসাহী যারা তাদের , ক্ষতিগ্রস্তদের কাছে যান । এই বদ্ধ উন্মাদকে থামাতে হবে ভিন্ন কৌশলে , চিরতরে । সারেন্ডার টু উইন – বলে একটা স্ট্রেটেজি আছে , এই থেমে যাওয়া সাময়িক জয় অবশ্যম্ভাবী । সারা বিশ্বকে চ্যালেঞ্জ স্বয়ং হিটলারও করেনি , আর আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ , ই ইউ , ইউ কে, ইউ এস এ কাউকে তোয়াক্কা করছেনা , কেবল মাত্র উন্মাদের পক্ষেই এমনটা করা সম্ভব । সরকার এদের সাথে বিন্দুমাত্র সৌজন্য দেখায়নি , বিরোধীদলের মত আচরন করেছে । বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করে ই ইউ তাঁর জবাব কি হতে পারে হালকা করে জানিয়ে দিয়েছে । বিরোধী দলের কিচ্ছু করতে হবেনা জনগনের কাছে থাকুন আর আন্তর্জাতিক কানেকশান টা ঠিক রাখুন । সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে , তাদের ক্রমবর্ধমান হিংস্রতা তাই বলে । শুধু এই কটা দিন নিজেকে অক্ষত রাখুন । দেশ আপনাদের কথা ভুলবেনা , এই বিজয়ের মাসটাকে সম্মানিত করুন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.