![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
এ লাইনে তাদের কোন অভিজ্ঞতা নেই। জাস্ট কৌতুহল ও একটু চেখে দেখার জন্য দুই বাংলাদেশী বান্ধবী লসএঞ্জেলস এ এক বারে গিয়ে ঢুকেছে। যেহেতু নতুন তাই চোখ বুলিয়ে দেখছিলেন মানুষ কিভাবে অর্ডার করে।
দেখলেন বাম দিকের টেবিলের ভদ্রলোক ওয়েটারকে বললেন- জনি ওয়াকার সিঙ্গেল। ডান দিকের জনের সামনে ওয়েটার গিয়ে দাড়াতেই ভদ্রলোক বললেন - জ্যাক ড্যানিয়েল সিঙ্গেল।
এবার দু বান্ধবীর সামনে ওয়েটার হাজির হতেই এক বান্ধবী বলল- শায়মা সিঙ্গেল, আরেকজন বলল- রাবেয়া রাহিম ম্যারিড।
কবি মীম মাশকুর বাসর রাতে তার স্ত্রী কে বলল- আজ থেকে তুমিই আমার কবিতা, তুমিই আমার কল্পনা, তুমিই আমার অনন্যা।
এই শুনে লজ্জা রাঙ্গা স্ত্রী বলল- আজ থেকে আপনিই আমার রিপন ভাই,আপনিই আমার শাহেদ স্যার, আপনিই আমার জামাল তালতো!
একটি নৈশ পার্টিতে জোর খানাপিনা চলছে। অংশগ্রহনকারী সকলেই অল্পবিস্তর বেসামাল। মাঝরাতের একটু পরে এক ভদ্রলোক বাকিদের উদ্দেশ্য করে বললেন, "আমি যদিও অনেকগুলো পেগ খেয়েছি, তবুও একদম ঠিক আছি। কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করবো না, আমি ক্যাব বুক করেছি, ওই যে গাড়ি এসে গেছে, ওতে চড়েই যাচ্ছি।"
বলেই তিনি ক্যাবে উঠে চলে গেলেন। সবাই যখন তাঁর দায়িত্বশীলতার প্রশংসায় পঞ্চমুখ। তখন এক ভদ্রমহিলার চিৎকার চ্যাঁচামেচি শুনে প্রত্যেকেই চমকে উঠলেন। রাগে অগ্নিশর্মা হয়ে ভদ্রমহিলা বলছেন, "আরে, ও ট্যাক্সি ধরে কোথায় চলে গেলো?"
সকলে বুঝলো, ভদ্রমহিলা সেই ভদ্রলোকের স্ত্রী। সম্ভবতঃ নেশার ঝোঁকে স্ত্রীকে ফেলেই ভদ্রলোক বাড়ি ফিরে গেছেন।
সকলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে দিতে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে লাগলো। তাতে ভদ্রমহিলা আরোও রেগে গিয়ে বললেন, "আরে, ধূর মশাই! পার্টিটা তো আমাদের বাড়িতেই হচ্ছে। নেশার সব ভুলে এই রাতদুপুরে মাতালটা ট্যাক্সি চেপে কোথায় মরতে গেলো, কে জানে!"
সামুতে নিয়মিত আসি,পড়ি,টুকটাক কমেন্ট করি। বাট পোস্ট করা হয়না অনেক দিন। এ যেন রীতিমত অস্তিত্বের সংকট! এ সংকট থেকে উত্তরনে ও আপনাদের সাথে আছি এই বুঝাতে এই পোস্টের অবতারণা। সকলের জন্য শুভকামনা রইল।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লোক মানুষ, আপনার সাথে আগে পরিচিত হয়েছি কিনা মনে পড়ছেনা।আপনার মন্তব্যটি ভাল লাগলো। আগামীতে নিয়মিত হবার ইচ্ছা আছে। মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন।
২| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৩
সৈয়দ কুতুব বলেছেন: মজা পেলুম ।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সৈয়দ সাহেব।
৩| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৭
জনারণ্যে একজন বলেছেন: এই পোস্ট দীর্ঘ খরার পর এক পশলা বৃষ্টি। ধন্যবাদ @ লিটন।
যাই হোক, ব্যক্তিগতভাবে জ্যাক ড্যানিয়েল আমার অতি অপছন্দের। কিক করে পরে।
জনি ওয়াকার ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক পছন্দের। ব্লু লেবেল বেশ এক্সপেন্সিভ, বিশেষ পার্টি ছাড়া সব সময়ের জন্য কেনা অর্থহীন।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক ছবিতে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ ছিল,"জো ছালা দারু নেহি পিয়ে ও ছালা ইনসান নিহি।" আপ নিতো দেখছি রিয়েল ইন্সান, শুধু ইনসান নয় রীতিমত দারুর এন্সাইক্লোপিডিয়া
৪| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২০
শেরজা তপন বলেছেন: পোস্ট পড়ে মজা পেলাম আর আপনাকে দেখে ভাল লাগল।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে রাখার জন্য অনেক ধন্যবাদ জানবেন শেরজা।
৫| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন পর চাঙ্গা করার জন্য দারুন পোষ্ট দিলেন
মজা পেলাম ।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নিন স্বপ্নের শঙ্খচিল।
৬| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ হয়েছে।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক বাটপার সাধুর খপ্পরে পড়েছিলাম। আপনি তার মত নন আপনি হচ্ছেন রিয়েল সাধু
৭| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজ্জাক ববিতার সাদাকালো ছবির পর ছবি আসলো আংশিক রঙিন। - আপনার পোস্টে আংশিক ভুল আছে। গল্পগুলো ভালোই হয়েছে। আপনার ননস্টিক কালো ফ্রাইপ্যান ঘষে মেজে সাদা করার গল্পটি মজাদার ছিলো।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যদিও গল্পের গরু গাছে উঠে তবুও ভুলটা ধরিয়ে দিলে ভালো হতনা ঠাকুর সাহেব
৮| ২১ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৭
কোলড বলেছেন: Bangladeshi girls in Bar! 99% South asians dont even know how to order a cocktail even in a dive bar.
J & J are shit, even the blue label esp after single malt scotch neat.
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের সাবকন্টিনেন্টের মেয়েরা এসবে অভ্যস্ত নয় তাই বার টারের আদবকেতা জানেনা। তবে যুগ পাল্টাচ্ছে।
৯| ২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: ফানি।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন রাজীব দা।
১০| ২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: আমার অবস্থাও আপনার মতো।
অনেক দিন পরে ব্লগে এসছে এই কয় দিন হলো।
আপনাকে অনুরোধ করি একটু নিয়মিত হওয়ার জন্য।
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠক হিসেবে নিয়মিত আছি,পোস্ট করার সময় হয়না।
নিয়মিত হওয়ার ইচ্ছে আছে,ধন্যবাদ জানবেন কবি।
১১| ২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: দারুন্স !!!!!
২১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শাহ সাহেব।
১২| ২১ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
ঢাবিয়ান বলেছেন:
শায়মা আপু কোনডা ? একদম বা দিকে লাল কাটা চামুচ হাতের সুন্দরীটি মনে হয় ।
শেষেরটা দারুন :#P
২১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢাবিয়ান,আপনার পরিচিত কোন শায়মা আপুর সাথে গল্পের চরিত্র শায়মা মিলে গেছে নাকি?
১৩| ২১ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া কাল রাতে দাওয়াৎ থেকে ফিরে রাতে এই পোস্টের শিরোনাম দেখে ধাক্কা খেয়েছিলাম।
হা হা
রাবেয়া আপুর কি খবর!!!
কত দিন দেখা হয় না!!!!!!!
যাইহোক এ জীবনে সবই যে হারায়.... তুমি ছবি আপুনি রবেয়াআপুনি আরও কত কত জনেরা মিলে কত নামজা করতে....
২১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরো ছিলেন কি করি আজ ভেবে নাই,বিদ্রোহী ভৃগু, গেম চেঞ্জার,জেন রসি সহ অনেকে। কিযে আনন্দের দিন ছিল তখন। ছবি তো প্রায়শই সামুতে আসে, রাবেয়াবুকে ফেসবুকে দেখি।
১৪| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১২
গেঁয়ো ভূত বলেছেন: ভাল্লাগছে, তিনটাই সেরা।
২১ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ভুত ভাই।
১৫| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৩৬
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
সাথে আছেন জানিতে পারিয়া সুখবোধ হইলো!
আসিয়া এই যে তিন তিনখানা মাল ডেলিভারী দিয়া তাহার পয়সা না ল্ইয়াই চলিয়া গেলেন- তাহা কি শায়মা সিঙ্গেল আর রাবেয়া ম্যারিড খাওয়ার ফল ??????
২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে সাথে পাইয়া আমিও পুলকিত বোধ করিতেছি।
আপনার জন্য আরেক খানা আনকোরা মাল ডেলিভারি দিয়া গেলাম-
টিচারঃ ক্লাশে কেন আসো?
ছাত্রঃ শিখার জন্য।
টিচারঃ তাহলে ঘুমাচ্ছো কেন?
ছাত্রঃ আজ শিখা ক্লাসে আসেনাই.
১৬| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পুন:উপস্থিতি আমাকে আনন্দিত করেছে। তাই আপনার সৌজন্যে নিচের জোক।
এক লোকের জননতন্ত্রের পাশে রান পুড়ে গেছে। ডাক্তার ওয়াশ টোয়াশ করে কিছু ওষুধ লিখে দিলেন। যার একটা ছিল ভায়াগ্রা।
ভায়াগ্রা কেন দিয়েছে জানতে চাইলে ডাক্তার বললেন - এটা ক্ষতস্থান থেকে আপনার লুংগিকে দূরে রাখবে।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৭
লোকমানুষ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, অসাধারণ!
তিনটা ঘটনাই যেন রিয়েল লাইফের সিটকম। বিশেষ করে শেষ মজাটা যখন ধরা পড়ল যে- পার্টিটাই তো তাদের নিজের বাসায় হচ্ছিল; এটাই ছিল চরম!
এরকম মজার গল্প আরও শেয়ার করার জন্য আপনার কাছে রইল অফুরন্ত দাবি।