![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাই শান্তি মানুষ, শান্তি নিয়ে পড়ালেখা করি। ঝামেলায় যাইতে চাইনা কিন্ত ঝামেলা আমার পিছু ছাড়েনা।
আজ আমি হতবাক একথা শোনে যে ১৮ দলের সবার সাথে কথা না বলে হরতাল প্রত্যাহার করা যাবে না, যেখানে খালেদা জিয়া ১৮ দলের সব কিছু দেখেন তার পক্ষে এটা তেমন বড় কোন সমস্যা ছিল না। তিনি বল্লেন হরতাল শেষ হওয়ার পর আলচনায় বসবেন কিন্তু এই হরতাল এ যে হতাহত হবে তার দায়বার কে নিবে। আমার মনে হয় হরতাল প্রত্যাহার করে ২৮ অক্টবর আলচনায় বসা ছিল খালেদা জিয়ার দেশ প্রেমের দৃষ্টান্ত এবং কিছু নিরিহ প্রান বেঁছে যেত।তাই আমি এখনো আশা করছি যে হরতাল প্রত্যাহার হবে এবং কতগুলো নিরিহ প্রান বেঁছে যাবে আর আমাদের রাজনিতিবিদের শুভবূদ্ধির উদয় হবে।
©somewhere in net ltd.