![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে হাতে গোনা কয়েকটি হিন্দি ছবি দেখেছিলাম।
তার মাঝে একটি ছবির
কথা মনে পড়ে সেটি "মুজছে সাদি কারোগি"
।’ ছবিটিতে একটা ব্যাপার আমার
এখনও মনে পড়ে তা হলো, সালমান খান
নায়িকার মন জয় করতে যাই
করে তা তার বিপরীতে যায়।
এমনকি সিনেমার শেষ
দৃশ্যে নায়িকাকে নিজের করে পাওয়ার
পরও খুশিতে বুম
ছুড়ে মারলে তা গিয়ে পড়ে নায়িকার
বাবার মাথায়।
আমার অবস্থা এখন ঠিক তেমন। তার
মন জয় করতে যাই করি সবই আমার
বিপক্ষে যায়। মন
গলাতে পারি না তার।
কিভাবে বুঝাবো কতটা ভালো তাকে আমি
বাসি।
কি করতে পারি তাকে ফিরে পাওয়ার
জন্য?
তাছাড়া কয়েকদিন ধরেই কাজে ও
পড়াশুনায় মন বসাতে পারছি না। পড়ার
সময় তার চিন্তা, কাজের সময় তার
চিন্তা। প্রতিটা মুহুর্তে অদৃশ্য
থেকে কে যেন তাড়া করে ফিরছে।
কি করবো এখন বুঝতে পারছি না।
কি করলে এই
সমস্যা থেকে মুক্তি পাবো? ও আল্লাহ
আমাকে এসব থেকে মুক্তি দাও।
আমি মুক্তি চাই|
©somewhere in net ltd.