নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্যাশন নিয়ে টুকটাক লিখা

আবুল হাসেম রায়হান

খুব আইলস্যা

আবুল হাসেম রায়হান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫, (ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট)

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিনতম ব্যাপার টি হবে ম্যান অফ দি টূর্ণামেন্ট নির্বাচন।বিচারকদের প্রচুর গলধঘর্ম হতে হবে মনে হয়।একা দৌড়ে নেই কোন প্লেয়ার।একাধারে সাঙ্গা,দিলশান,স্টার্ক,ওয়াহাব,বোল্ট যেমন দৌড়ে আছে।ঠিক তেমনি গাপটিল,ডি ভিলিয়ার্সও সেমিতে আবার চমক দিয়ে এই দৌড়ে আরও নতুন মাত্রা দিয়ে নিজেদের অবস্থান সুপ্রসন্ন করে নিতে পারে।গ্লেন ম্যাক্সওয়েলও নতুন চমক দিতে পারে।এমনিতেই ব্যাটে বলে দুদিক দিয়েই দলে অবদান রাখছে সে জয়ের জন্য।এদিকে সুরেশ রায়না বা ধাওয়ানও লড়াইটা হমিয়ে দিতে পারে।
অতএব,যা বুঝা যাচ্ছে ফাইনালের আগে এটা নির্বাচন নিয়ে বিচারকদের সময় নষ্ট না করাই ভাল।একক দৌড় নেই এবার।দেখা যাক শেষ হাসিটা কে হাসে।তবে ফাইনালিস্ট কেউই এটা পেতে পারে আমার ধারণা।
আর আমার ফাইনালের বাজি প্রোটিয়া আর ক্যাঙ্গারু দের পক্ষেই।আর মনে হয় আমরা নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি.......:-D
তাহলে ডি ভিলিয়ার্সই আমার চোখে ম্যান অব দ্যা টূর্ণামেন্ট।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

এহসান সাবির বলেছেন: দেখা যাক শেষ হাসিটা কে হাসে।

২| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬

সুখেন্দু বিশ্বাস বলেছেন: দেখা যাক শেষ হাসিটা কে হাসে। তবে আমদের হাসি কিন্তু মলিন হয়ে গেছে। না, আমরা হেরেছি এ জন্য নয়; বরং আমাদের হারতে বাধ্য করা হয়েছে এই জন্য।

শুভেচ্ছা সতত

৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৭

আবুল হাসেম রায়হান বলেছেন: আমরা দেখিয়ে দিব অচিরেই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.