![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মদিন এলেই নিজের একাকিত্বের কথা মনে করো
মনে করো- মায়ের কথা।
তোমার জন্মের সময় মা একমুঠো স্বপ্নের বিনিময়ে
মৃত্যু পরোয়ানায় সই করেছিল।
আর আমি?
হাসপাতালের বারান্দায় আলিঙ্গন করেছি
মূর্হুমুহু করতালি!
তোমার জন্মদিনে কাক ছাড়া একটা পাখিও গান ধরে নি।
তুমি হয়তো জানবেই না এ কথা কোনোদিন।কেননা,
তোমার জন্মের বহু আগেই এ শহরের বনদস্যুরা
ভূমিদস্যু হয়ে গিয়েছিল।
এমন অনেক বিষয় আছে-
যা তোমার মাকে জিজ্ঞেস করলেও হয়তো উত্তর পাবে না
কেবল মাকড়সার জালের মতো রহস্য বাড়বে।
সুতরাং এইসব কখনো জানতে চেও না।
যেমন জানতে চেও না
তোমার জন্মোৎসবে কারা এসেছিল?
কারা আসেনি?
শুধু মনে রেখো-
যারা এসেছিল সবাই তোমার স্বজন!
যারা আসেনি তারাও তোমার স্বজন!
জীবন ছোট্ট বলে কখনো আফসোস করো না
আফসোস করো না জীবন জটিল বলে
শুধু মনে রেখো-
সবকিছুকে ছাপিয়ে আনন্দটাই বড়কথা। আর
আর সবচেয়ে বড় কি জানো?
মানবিক মন!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কন্যা যেদিন এই কবিতা পড়বে, তখন সে নিশ্চয়ই জানবে তার বাবা অন্য সবার মতো না। সন্তানের জন্য যে আনন্দ আকুতি, তার লিখিত দলিল তাকে কোনদিন দুঃখস্পর্শ না দিক। শুভকামনা।