![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকবছর ধরে জুতা কিনে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে টেকসই বলতে যা বুঝায় তা হয়ে উঠছে না আজ অফিসে ইন করার আগমুর্হূতে একই ঘটনা ঘটলো কিন্তু অনুভূতিটা আগের মতো হলো না আগেরবার ভেবেছি আমার জুতাভাগ্য ভালো না আর আজ মনে হলো এক মুরুব্বীর কথা তিনি বলতেন কৃষকের অবস্থা জানা যায় তার বাড়ির খড়ের গাদা দেখে আর তথাকথিত মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত চেনা যায় পায়ের জুতা অথবা বাথরুম দেখে কি অদ্ভুত সত্য!
গত চার পাঁচটা বছর কি দৌড়টাই না দৌড়াচ্ছি ভেবেছি পায়ের তলায় এসে দাঁড়িয়েছে পথ! কিন্তু না, কোনো কিছুই বদলাইনি অথচ আমিই কিনা কি সাবলিল ঢঙে লিখেছি-
আত্মহত্যার মুর্হূতে অন্ধের হাত ধরে হাঁটা ভাল
কারণ জীবন হচ্ছে গাধার মতো
চোখের সামনে ঝুলানো মূলা দেখলে হাঁটে।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জীবন গাধার মতো...
তবে কি জীবনকে পরিচালনকারী সবচেয়ে মূল্যবান?