![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মডারেটর ভাই ও বোনেরা, এই অধমকে একটু সাহায্য করুন ব্লগে রেজিষ্ট্রেশন এর সময় "এজেপি" নিতে চাচ্ছিলো না বিধায় "অর্ক" যোগ করেছি
এখন যদি এই "অর্ক" শব্দটি মুছে ফেলে "এজেপি" নিক গ্রহনের সুযোগ দান করেন তবে কৃতজ্ঞ থাকবো
ইচ্ছে পূরণের অপেক্ষায় থাকলাম...
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এজেপি অর্ক বলেছেন: দেখা যাক এভাবে কাজ হয় কিনা
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার খান রোজেন বলেছেন: এজিপি অর্ক, আপনার অবগতির জন্য জানাইতেছি যে, সামুতে একখান অপশন আছে নিকনেম চেঞ্জ করার জন্য। সেথায় আমি অন্তত ২৫ খানা বার্তা মডু মহোদয়ের নিকট। কিন্তু তাদের চোখে পড়িল না।
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এজেপি অর্ক বলেছেন: জি জানি, ওটা সময়সাপেক্ষ বিধায় এই ব্যাবস্থা
নামটি এজিপি নহে, এজেপি
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি যতটুকু জানি আপনার নামের বানান বিষয়ক কোন জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করার ব্যবস্থা রয়েছে। তবে নাম পরিবর্তনের কোন ব্যবস্থা এখন নেই। সেক্ষেত্রে এটা আদৌ সম্ভব কীনা আমি জানিনা। তারপরও আপনি ফিডব্যাকে মেইল দিয়ে দেখতে পারেন।
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
এজেপি অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ দেখি কতদুর যেতে হয়...
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
১-১.৫ বছর ধুমসে ব্লগিং করেন,মারাত্মক হিট সব পোস্ট জেনারেট করেন (১৮+ না), এভাবে সকলের নেক নজরে আসার পর/পরিচিতি পাওয়ার পর অথোরিটির কাছে মেইল করবেন।হয়ে যাবে ||
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২
এজেপি অর্ক বলেছেন: দেড় বছরের অধিক তো এটারই পার হলো এর আগের টা তো আরও পুরনো ছিলো বস্...
৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
তামিম ইবনে আমান বলেছেন: এজেপি মানে কি?
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
এজেপি অর্ক বলেছেন: "আম জনতা পার্টি" অথবা "আ জেনারেল পলিটিক্স"
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
গেন্দু মিয়া বলেছেন: ভাই আমিও বহুদিন যাবদ নিক চেঞ্জ করার ধান্দায় আছি।
ক্যামনে কী?
কোন সুরাহা পাইলে জানাইয়েন।