| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তির পায়রা বেশে
শকুনের ডানা,
উঁড়ে এসে জুড়ে নিতে
নেই ওদের তুলনা।
হায়েনা হয়ে ওরা
দৈবাৎ হানা দেয়।
সব দেশ সীমানা
জুড়ে ওরা নিতে চায়।
রক্ত পিপাসু হয়ে
রক্তের স্বাদ নেয়,
লাশ পদে দলে ওরা
নিশান উঁড়াতে চায়।
ঘুরে দাঁড়ালে হয়
মানবতা লঙ্ঘিত,
যেটা ওরা করে শুধু
সেটাই ন্যায় সঙ্গত।
কেন যে সারা মহী
নিরবে সব সইছে,
বুঝিনা তাদের মনে
কোন হাওয়া বইছে।
এরা কি গেছে ভুলে
প্রতিবাদের ভাষা,
নাকি করছে নিশ্চিত নির্ভয়
এক ভবিষ্যদের আশা।
©somewhere in net ltd.